FIFA The Best Award: ফিফা দ্য বেস্ট-এ মেসি বনাম এমবাপে, কার হাতে উঠবে পুরস্কার?
সেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়েও রয়েছেন মেসি ও এমবাপে। এছাড়া রয়েছে সেরা কোচ, সেরা মহিলা ফুটবলারের মনোনয়নপ্রাপ্ত প্রথম তিন।
পুরস্কারের নাম যখন ‘দ্য় বেস্ট’ (FIFA The Best) তখন সেটি জয়ের দৌড়ে সেরা খেলোয়াড়রা থাকবেন, এতে আর সন্দেহ কিসের? ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের দৌড়ে থাকা প্রথম তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাটি। এখানেও জোর লড়াই লিওনেল মেসি (Lionel Messi) ও কিলিয়ান এমবাপের (Kylian Mbappe)। কাতার বিশ্বকাপে ফাইনালে জমে উঠেছিল দুই তারকার লড়াই। এ বার সেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়েও রয়েছেন মেসি ও এমবাপে। তালিকার প্রথম তিনে এই দুই ফুটবলার ছাড়া রয়েছেন করিম বেঞ্জেমা। চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ মিস করলেও রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মরসুমটা এককথায় অসাধারণ কাটিয়েছেন ফরাসি স্ট্রাইকার। এছাড়া রয়েছে সেরা কোচ, সেরা মহিলা ফুটবলারের মনোনয়নপ্রাপ্ত প্রথম তিন। বিস্তারিত Tv9 Bangla-য়।
বর্ষসেরা গোলের জন্য পুসকাস পুরস্কারের জন্য মনোনীত প্রথম তিনজনের নাম প্রকাশ করেছে ফিফা। তালিকায় রয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসন। কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে বাইসাইকেল কিকে অসাধারণ গোল করে চমকে দিয়েছিলেন রিচার্লি। সেই গোলের জন্য পুসকাস পুরস্কার জিততে পারেন ব্রাজিল তারকা। বাকি দুইজন হলেন পোল্যান্ডের মার্সিন ওলস্কি এবং ফ্রান্সের দিমিত্রি পায়েত। নিজ নিজ ক্লাবের হয়ে গোলের জন্য এই পুরস্কারের দৌড়ে রয়েছেন তাঁরা।
সেরা কোচের যে তালিকা পাঠানো হয়েছে, মহিলা ক্য়াটেগরিতে রয়েছেন, সোনিয়া বম্পাস্তোর, পিয়া সুন্ধাগে এবং সারিনা উইম্য়ানের নাম। সোনিয়া ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক লায়োনেসের কোচ। বাকি দু-জনই জাতীয় দলের কোচ। পিয়া সুন্ধাগে ব্রাজিল মহিলা ফুটবল দলের এবং সারিনা ইংল্য়ান্ড ফুটবল দলের কোচ। পুরুষদের ক্য়াটেগরিতে হেভিওয়েট লড়াই। অতি পরিচিত মুখ। রয়েছেন কার্লো আন্সেলোত্তি, পেপ গুয়ার্দিওলা এবং লিওনেল স্কালোনি। কার্লো আন্সেলোত্তি স্প্য়ানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ। এরপরই রয়েছে পেপ গুয়ার্দিওলার নাম। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্য়াঞ্চেস্টার সিটির কোচ তিনি। এদের মধ্যে তুলনামূলক ‘নতুন’ হলেও এ বার পাল্লা ভারী তৃতীয় নাম লিওনেল স্কালোনির। কাতার বিশ্বকাপে তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।
শেষ অবধি কার হাতে উঠবে সেরার পুরস্কার, তার জন্য অপেক্ষা ২৭ ফেব্রুয়ারির। প্যারিসে জমকালো অনুষ্ঠানে হাজির থাকবেন বিশ্ব ফুটবলের বহু তারকাই।