FIFA World Cup 2022: মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন কে?
মারিও কেম্পেস কাতার বিশ্বকাপে তাঁর দল আর্জেন্টিনাকে নিয়ে যথেষ্ট আশাবাদী।
দোহা: কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন লিওনেল মেসি। ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বার বিশ্বকাপ জিতেছিল। সেই ম্যাচে দলকে ২ গোল দিয়ে বিশ্বকাপ (World Cup) এনে দিয়েছিলেন তিনি। সেই জয়ের ঠিক ৮ বছর পর, ১৯৮৬ সালে ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়েছিল আর্জেন্টিনা (Argentina)। তারপর কেটে গিয়েছে বহু বছর, আর বিশ্বকাপ আসেনি আর্জেন্টিনার ঝুলিতে। এ বার ১৯৭৮ বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারি, মারিও কেম্পেস (Mario Kempes) ইচ্ছে প্রকাশ করলেন মেসির হাতে এ বার বিশ্বকাপ দেখতে চান তিনি। আর কী বললেন এই প্রাক্তন অভিজ্ঞ ফুটবলার? তুলে ধরল TV9 Bangla।
১৯৭৮ সালে মারিও কেম্পেসের অনবদ্য পারফরম্যান্সে প্রথম বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সে বার গ্রুপ পর্বের ৩ ম্যাচে গোল পাননি কেম্পেস। তবে তাঁর গোল খরার ইতিহাস আরও লম্বা। তার আগের বার ৬ ম্যাচের একটিতেও জালের সন্ধান মেলেনি তাঁর। অবশেষে ১৯৭৮ সালে ঘরের মাঠে দ্বিতীয় রাউন্ডে, সেই সময়ের শক্তিশালী দল পোল্যান্ডের বিরুদ্ধে ২ গোল করে বসেন এই মিডফিল্ডার। আসরে বাকি ৩ ম্যাচে আরও ৪ গোল করেন তিনি। আর্জেন্টিনাও প্রথম বারের মত বিশ্বকাপের শিরোপা অর্জন করে।
মারিও কেম্পেস কাতার বিশ্বকাপে তাঁর দল আর্জেন্টিনাকে নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, “অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। এ বার বিশ্বকাপটা মেসির হাতে দেখতে চাই।” স্কালেনির দল নিয়ে অত্যন্ত আশাবাদী তিনি। দলের সদস্যদের প্রশংসা করে বলেন, “যথেষ্ট আত্মবিশ্বাসী প্রত্যেকে। জয় নিশ্চিত করবেই ওরা।”
মেসিকে মিরাকেলের কথা বলতে হয় না। তিনি এমনিতেই তাঁর ম্যাজিক দেখাবেন। তবে মেসির সতীর্থরাও এ বার ভীষনণ শক্তিশালী। যারা মেসিকে তাঁর সেরাটা দিতে সাহায্য করবেন। এমনটাই মনে করেন কেম্পেস। এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে মেসির। তাঁর সোনালি ট্রফিটি জেতার শেষ সুযোগ এ বারই। তাই শুধু কেম্পেস নন, গোটা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরা তাকিয়ে রয়েছে তাঁর দিকে।