AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Premier League : ডি ব্রুইনের জোড়া গোল, খেতাব জয়ের পথে একধাপ এগোল ম্যাঞ্চেস্টার সিটি

Manchester City vs Arsenal : এতিহাদ স্টেডিয়ামে ইপিএলের (EPL) ফাস্ট বয় আর্সেনালকে ৪-১ ব্যবধানে হারাল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। জোড়া গোল করেছেন ম্যান সিটির কেভিন ডি ব্রুইন। সিটির হয়ে আর্সেনালের বিরুদ্ধে গোল করে ফের রেকর্ড গড়েছেন আর্লিং হালান্ড।

Premier League : ডি ব্রুইনের জোড়া গোল, খেতাব জয়ের পথে একধাপ এগোল ম্যাঞ্চেস্টার সিটি
Premier League : ডি ব্রুইনের জোড়া গোল, খেতাব জয়ের পথে একধাপ এগোল ম্যাঞ্চেস্টার সিটি
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 12:41 PM
Share

ম্যাঞ্চেস্টার : ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দু’টো দল যখন মুখোমুখি, তার মানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় থাকে ফুটবলপ্রেমীরা। কিন্তু কোথায় কী! এতিহাদ স্টেডিয়ামে মিকেল আর্তেতার আর্সেনালকে (Arsenal) রীতিমতো নাকানিচোবানি খাওয়ালো পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ইপিএলের (EPL) ফাস্ট বয় আর্সেনালকে ৪-১ ব্যবধানে হারিয়ে খেতাব জয়ের দৌড়ে একধাপ এগোল ম্যাঞ্চেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার দলের হয়ে জোড়া গোল করেছেন ম্যান সিটির কেভিন ডি ব্রুইন। অপর ২টি গোল জন স্টোনস ও আর্লিং হালান্ড। আর্সেনালের হয়ে একমাত্র গোল রব হোল্ডিং। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় ম্যান সিটি। এই ম্যাচ অনায়াসে ম্যান সিটি ৪-১ এর থেকে বেশি গোলের ব্যবধানে জিততে পারত। ম্যাচের ৭ মিনিটের মাথায় আর্লিং হালান্ডের পাস থেকে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। প্রথমার্ধের শেষের দিকে কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করে সিটির হয়ে ব্যবধান বাড়ান জন স্টোনস।

২-০ এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ম্যান সিটি। ২ গোলে পিছিয়ে থাকা আর্সেনাল যেন ম্যাচে খেই হারিয়ে ফেলেছিল। যার ফলে দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে ম্যান সিটি। ৫৪ মিনিটের মাথায় নরওয়ের তারকা আর্লিং হালান্ডের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন কেভিন ডি ব্রুইন।

৩-০ ব্যবধানে পিছিয়ে গিয়ে জ্যাক গ্রিলিশদের বিরুদ্ধে বুকায়ো সাকারা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। অবশেষে ৮৬ মিনিটের মাথায় ট্রসার্ডের পাস থেকে গোল করে ব্যবধান কমান রব হোল্ডিং। ম্যান সিটির হয়ে শেষ গোলটি করেন আর্লিং হালান্ড। সংযুক্ত সময়ে ফিল ফডেনের পাস থেকে সিটির হয়ে চতুর্থ গোলটি করেন হালান্ড। সিটির হয়ে আর্সেনালের বিরুদ্ধে গোল করে ফের রেকর্ড গড়েছেন আর্লিং হালান্ড। এই নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৮টি ম্যাচে ৩৩টি গোল করলেন হালান্ড। প্রিমিয়ার লিগে এক মরসুমে অ্যালান শিয়েরার ও অ্যান্ডি কোলের ৩৪ গোলের যৌথ রেকর্ড ছুঁতে হলে হালান্ডের চাই আর একটি গোল।

এই ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল ম্যাঞ্চেস্টার সিটি। ৩৩ ম্যাচে খেলে ৭৫ পয়েন্ট রয়েছে আর্সেনালের ঝুলিতে। তাদের থেকে ২টি কম ম্যাচে খেলে ৭৩ পয়েন্ট রয়েছে ম্যান সিটির। এই নিয়ে টানা ৪ ম্যাচে জয় পেল না আর্সেনাল। পরপর ৩টে ম্যাচে ড্রয়ের পর একটি ম্যাচে হারল আর্সেনাল।