Neymar: মাঠের মতো প্রেমের মাঠেও দুরন্ত সফল নেইমার, তাঁর বান্ধবীদের তালিকা জানলে চমকে যাবেন
নারীসঙ্গে জড়িয়ে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন নেইমার। তাঁর ডেটিংয়ের লিস্টে রয়েছেন একাধিক সুন্দরী। আপনি কি জানেন নেইমারের প্রথম গার্লফ্রেন্ড কে ছিলেন? আর তাঁর বর্তমান বান্ধবীই বা কে?
দেশের হয়ে হোক বা ক্লাবের হয়ে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার (Neymar), মাঠে নামলেই আগুন তো ঝরিয়ে থাকেনই। তবে মাঠের বাইরেও তাঁকে নিয়ে কম চর্চা হয় না। বলা ভালো তাঁর কীর্তি সব সময় থাকে আলোচনার কেন্দ্রে। নারীসঙ্গে জড়িয়ে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন নেইমার। তাঁর ডেটিংয়ের লিস্টে রয়েছেন একাধিক সুন্দরী। আপনি কি জানেন নেইমারের প্রথম গার্লফ্রেন্ড কে ছিলেন? আর তাঁর বর্তমান বান্ধবীই বা কে? উত্তর না জানা থাকলে চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদনে।
এক নজরে দেখে নিন নেইমারের এক্স-গার্লফ্রেন্ডের তালিকা —
থাইলা আয়লা- ব্রাজিলিয়ান তারকা মডেল ও অভিনেত্রী থাইলা আয়লার (Thaila Ayla) সঙ্গেও নাম জড়িয়েছিল নেইমারের। একাধিকবার তাঁদের বিভিন্ন রেস্তোরাতে একসঙ্গে দেখা গিয়েছিল।
নেইমারের বর্তমান বান্ধবী —
ব্রুনা বিয়ানকার্ডি- নেইমার বর্তমানে ব্রুনা বিয়ানকার্ডির (Bruna Biancardi) সঙ্গে সম্পর্কে রয়েছেন। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্রুনা বিয়ানকার্ডির সম্পর্কে আর লুকোছাপা নেই। সদ্য মিয়ামিতে ব্রুনার সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে নেইমারকে। দু’জনই সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই একে অপরের সঙ্গ উপভোগ করার ছবি শেয়ার করে থাকেন। বোঝাই যাচ্ছে তাঁরা বেশ উপভোগ করছেন একে অপরের সান্নিধ্য।