Calcutta Football League: কলকাতা লিগ আদৌ সম্পূর্ণ হবে তো? প্রশ্ন ময়দানে

Kolkata Football-IFA: অধিকাংশ ক্লাবের ফুটবলাররা সন্তোষ ট্রফিতে খেলতে গিয়েছে। ভবানীপুরের কোচ রঞ্জন চৌধুরী আবার সন্তোষে বাংলার কোচ। এর মধ্যে লিগের বাকি ম্যাচগুলো করার উপায়ও নেই আইএফএর হাতে। আই লিগ থ্রি-তে এ বার খেলবে ভবানীপুর আর ডায়মন্ডহারবার এফসি। শোনা যাচ্ছে নভেম্বরেই শুরু হতে পারে আই লিগ থ্রি। কারণ, এ বছর যে দল আই লিগ টু-তে প্রোমোট হবে, তারা এ বছরই আই লিগ টু-তে অংশ নিতে পারবে।

Calcutta Football League: কলকাতা লিগ আদৌ সম্পূর্ণ হবে তো? প্রশ্ন ময়দানে
Image Credit source: TV9 Bangla Graphics
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 7:43 PM

কলকাতা: বছর ঘুরে যায়। আইএফএ-র হুঁশ কি ফেরে না? কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিং। সাদা-কালোর আর লিগের কোনও ম্যাচ বাকি নেই। কিন্তু ইস্টবেঙ্গল আর মোহনবাগানের এখনও লিগের ম্যাচ বাকি। তার মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি এখনও বাকি রয়েছে। সুপার সিক্স কবে শেষ হবে? আদৌ শেষ হবে তো? উঠছে প্রশ্ন। এ দিকে লিগের অবনমন রাউন্ডের খেলা শুরু হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গলের এখনও ৩টে ম্যাচ খেলা বাকি (মোহনবাগান, ভবানীপুর, ডায়মন্ডহারবার)। মোহনবাগানের বাকি ৪টে ম্যাচ (ইস্টবেঙ্গল, ডায়মন্ডহারবার, ভবানীপুর, খিদিরপুর)। ডায়মন্ডহারবারের ২টো, ভবানীপুরের ৩টে আর খিদিরপুরের ২টো ম্যাচ এখনও বাকি। আইএফএ কী ভাবে এই ম্যাচগুলো শেষ করবে তা নিয়ে উঠছে প্রশ্ন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বছরের শুরুতেই প্রিমিয়ার ‘এ’ আর প্রিমিয়ার ‘বি’-দুটো ডিভিশনকে মিশিয়ে দেয় আইএফএ। ২৬ দলের লিগ করতে গিয়ে কার্যত হিমিসিম খেতে দেখা যায় বাংলার ফুটবল সংস্থাকে। বারবারই সূচি পাল্টায় আইএফএ। সুপার সিক্স তাড়াতাড়ি শুরু করেও, এখনও শেষ করতে পারেনি রাজ্যের ফুটবল সংস্থা। আই লিগ খেলতে যাওয়ায় মহমেডানের খেলা দ্রুত শেষ করে দেয় আইএফএ। কিন্তু বাকি দলগুলোর খেলা কবে শেষ হবে? এ বছর আগে ভাগে লিগ শেষ করার সুবর্ণ সুযোগ ছিল আইএফএর হাতে। মনে করছে ময়দান। এমনকি ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বিও আগে করার সুযোগ পেয়ে তা হাতছাড়া করেছে বলে মনে করছেন অনেকে। এখন যা পরিস্থিতি, তাতে লিগ শেষ হওয়া নিয়ে আশঙ্কার মেঘ।

অধিকাংশ ক্লাবের ফুটবলাররা সন্তোষ ট্রফিতে খেলতে গিয়েছে। ভবানীপুরের কোচ রঞ্জন চৌধুরী আবার সন্তোষে বাংলার কোচ। এর মধ্যে লিগের বাকি ম্যাচগুলো করার উপায়ও নেই আইএফএর হাতে। আই লিগ থ্রি-তে এ বার খেলবে ভবানীপুর আর ডায়মন্ডহারবার এফসি। শোনা যাচ্ছে নভেম্বরেই শুরু হতে পারে আই লিগ থ্রি। কারণ, এ বছর যে দল আই লিগ টু-তে প্রোমোট হবে, তারা এ বছরই আই লিগ টু-তে অংশ নিতে পারবে। আই লিগ থ্রি-তে ভালো ফলের জন্য প্রস্তুতি শিবিরের পরিকল্পনাও করে রেখেছে ডায়মন্ডহারবার। পুজোর পর কলকাতা লিগের সুপার সিক্সের সূচি বানানো আইএফএ-র কাছে কার্যত কঠিন হয়ে দাঁড়াবে।

ইস্টবেঙ্গল আর মোহনবাগানের রিজার্ভ টিমেরও কলকাতা লিগের বাকি ম্যাচ খেলা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। কারণ, ডেভেলপমেন্ট লিগ খেলতে ব্যস্ত থাকবে দুই প্রধানের ফুটবলাররাই। রিজার্ভ টিমের কেউ কেউ চলে যাবে সিনিয়র টিমে। আবার কেউ কেউ খেলবে বয়সভিত্তিক দলে। লিগের চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়ে গেলেও, লিগ শেষ হওয়া নিয়ে রয়েছে বিস্তর জটিলতা। এ বছর তো দূর, সামনের বছর পর্যন্ত না গড়িয়ে যায় কলকাতা লিগের ম্যাচ। ইতিউতি আবার গুঞ্জন, প্রিমিয়ারের বাকি ম্যাচগুলো করতে না পেরে আবার লিগই ভেস্তে যাবে না তো? প্রশ্ন উঠছে ময়দানে। এত সব বাধা পেরিয়ে প্রিমিয়ার ডিভিশন শেষ করাই এখন আইএফএ-র কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।