Lionel Messi: ফের ভারত সফরে সম্মানিত, সূচি নিশ্চিত করলেন লিওনেল মেসি

Lionel Messi confirms GOAT Tour in India: নিজেই ভারতে আসার কথা নিশ্চিত করলেন লিও মেসি। কবে কোথায় যাবেন, কতদিন থাকবেন ভারতে, সবই নিশ্চিত করলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ক্যাপ্টেন। এই সফরের নাম GOAT Tour. মেসি যে সর্বকালের সেরা, সে বিষয়ে সন্দেহ। অপেক্ষা আরও বাড়ল মেসির সফর নিয়ে।

Lionel Messi: ফের ভারত সফরে সম্মানিত, সূচি নিশ্চিত করলেন লিওনেল মেসি
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 03, 2025 | 1:17 AM

সম্ভাবনা ছিলই। তেমনই সূচিও রেডি ছিল। অপেক্ষা শুধুই লিওনেল মেসির তরফে সরকারি বার্তা আসার। সেই অপেক্ষাও মিটল। ঠিক যাকে বলে ঘোড়ার মুখের খবর। ডিসেম্বরে ভারত সফরে আসছেন লিওনেল মেসি। সফর শুরু হবে কলকাতা থেকেই। তাঁর কাছে ভারত সফর স্পেশাল। নিজেই ভারতে আসার কথা নিশ্চিত করলেন লিও মেসি। কবে কোথায় যাবেন, কতদিন থাকবেন ভারতে, সবই নিশ্চিত করলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ক্যাপ্টেন। এই সফরের নাম GOAT Tour. মেসি যে সর্বকালের সেরা, সে বিষয়ে সন্দেহ। অপেক্ষা আরও বাড়ল মেসির সফর নিয়ে।

লিওনেল মেসি প্রথম বার ভারতে কিংবা কলকাতায় আসছেন তা নয়। কলকাতা তাঁর কাছে নিঃসন্দেহে স্পেশাল। এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। মেসি তখনও এই মেসি হয়ে ওঠেননি। সে সময় কলকাতায় এসেছিল আর্জেন্টিনা ফুটবল টিম। সেই ২০১১ সালে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচও খেলেছিল আর্জেন্টিনা। জাতীয় দলে নেতৃত্বের অভিষেক হয়েছিল যুবভারতীতেই। সেই মেসি গত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বসেরা করেছেন। বিশ্বজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজও কলকাতায় এসেছিলেন। এ বার ক্যাপ্টেনের আবারও কলকাতায় আসার পালা।

ডিসেম্বরের ১৩ তারিখ কলকাতায় আসছেন লিও মেসি। কলকাতার উদ্যোগপতি শতদ্রু দত্ত আনছেন মেসিকে। এমন মার্টিনেজকেও কলকাতায় এনেছিলেন শতদ্রু দত্ত। সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় মেসি লিখেছেন, ১৪ বছর আগের সেই সফর তাঁর কাছে খুবই স্পেশাল হয়ে রয়েছে। সরকারি বিবৃতিতে লেখেন, ‘এই সফর আমার কাছে বিশেষ সম্মানের। ভারত খুবই স্পেশাল দেশ, ১৪ বছর আগের দারুণ কিছু স্মৃতি রয়েছে। ভারতের সমর্থকরা খুবই আবেগপ্রবণ। ফুটবল প্রেম চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।’

কলকাতা থেকে মেসি যাবেন আমেদাবাদ, মুম্বই এবং দিল্লিতে। নানা অনুষ্ঠান রয়েছে। কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজের সঙ্গে মঞ্চে থাকবেন। তেমনই মুম্বই সফরে শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে বিশেষ অনুষ্ঠান। সেখানে থাকার কথা রোহিত শর্মা এবং বিরাট কোহলিরও। সফর শেষ হবে নয়াদিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ১৫ ডিসেম্বর সাক্ষাৎ করবেন লিওনেল মেসি।