CFL 2022: ছাড়পত্র আসেনি অনেকের, মাঠে নামার আগে চিন্তায় ইস্টবেঙ্গল কোচ

মহিতোষ রায়, নিরঞ্জন মণ্ডল, দীপ সাহাদের নিয়েই দল সাজাতে হচ্ছে বিনো জর্জকে। দলে নেই কোনও বিদেশি‌। তার মধ্যে আবার শনিবার রাত পর্যন্ত অধিকাংশ ফুটবলারদের এনওসি আসেনি।

CFL 2022: ছাড়পত্র আসেনি অনেকের, মাঠে নামার আগে চিন্তায় ইস্টবেঙ্গল কোচ
CFL 2022: ছাড়পত্র আসেনি অনেকের, মাঠে নামার আগে চিন্তায় ইস্টবেঙ্গল কোচ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2022 | 12:54 PM

কলকাতা: মহালয়াতে কলকাতা লিগ (CFL) অভিযানে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ খিদিরপুর স্পোর্টিং ক্লাব। সুপার সিক্সের ম্যাচে নামার আগে শনিবার রাত পর্যন্তও বেকায়দায় লাল-হলুদ। আইএসএলের জন্য নথিভুক্ত ফুটবলাররা লিগ চলাকালীন অন্য টুর্নামেন্টে খেলতে পারবেন না। এফএসডিএলের পক্ষ থেকে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ক্লাবগুলোকে। ফলে রিজার্ভ দল নিয়েই কলকাতা লিগ খেলবে ইস্টবেঙ্গল। রবিবার একদিকে রাজারহাটের এক্সিলেন্স সেন্টারে যখন অনূর্ধ্ব কুড়ি ভারতীয় দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন কনস্ট্যান্টাইনের ছেলেরা, অপরদিকে নৈহাটিতে তখন খিদিরপুরের বিরুদ্ধে নামবে বিনো জর্জের ছেলেরা। ম্যাচের আগের দিন বিকেলেও রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে কড়া অনুশীলন করালেন বিনো। তবে চাপটা তিনি ভালোই টের পাচ্ছেন।

মহিতোষ রায়, নিরঞ্জন মণ্ডল, দীপ সাহাদের নিয়েই দল সাজাতে হচ্ছে বিনো জর্জকে। দলে নেই কোনও বিদেশি‌। তার মধ্যে আবার শনিবার রাত পর্যন্ত অধিকাংশ ফুটবলারদের এনওসি আসেনি। বিবেক সিং, সূর্যশ জসওয়ালসহ ৫-৬ জন ফুটবলার এখনও ছাড়পত্র পাননি। ফলে তাঁদের রবিবারের ম্যাচে পাওয়া নিয়ে থাকছে সংশয়। যদিও ম্যানেজমেন্টের কর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছাড়পত্র এলেই মাঠে নেমে যাবেন।

ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের ভরসা বলতে মহিতোষ, দীপ সাহারা। সিনিয়র দল থেকে নবি হুসেনের খেলার কথা রবিবারের ম্যাচে‌। শুভম ভৌমিক, শুভেন্দু মান্ডিরা আছেন দলে। খিদিরপুর ম্যাচের মধ্যেই আছে। দলে আবার দুই বিদেশি ফুটবলারও আছেন। তাই চ্যালেঞ্জটা বেশ কঠিন ইস্টবেঙ্গলের সামনে। গোল তুলতে সেট পিস অনুশীলনে জোর দিলেন বিনো জর্জ। কলকাতা লিগের প্রথম ম্যাচই মহিতোষ, শুভমদের কাছে প্রমাণের ম্যাচ হতে চলেছে। এখানে পারফর্ম করলেই যে তাঁরা স্টিফেন কনস্ট্যান্টাইনের নজরে পড়ে যাবেন।