AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diego Maradona: মারাদোনাকে হত্যার অভিযোগ, চিকিৎসক সহ আট জন বিপাকে

এই কেসের শুনানি কবে হবে, তা অবশ্য নির্দিষ্ট করে বলা হয়নি।

Diego Maradona: মারাদোনাকে হত্যার অভিযোগ, চিকিৎসক সহ আট জন বিপাকে
Image Credit: TWITTER
| Edited By: | Updated on: Jun 23, 2022 | 8:00 PM
Share

বুয়েনস আইরেস : ফুটবলের রাজপুত্র মারাদোনার মৃত্যু নিয়ে এবার বিপদে আট চিকিৎসক। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তাঁর চিকিৎসায় গাফিলতি হয়েছে বলেও সন্দেহ ছিল। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, আট চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট। ২০২০ সালে প্রয়াত হন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা (Diego Maradona)। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। দায়িত্বে থাকা চিকিৎসক দলের বিরুদ্ধে গাফিলতির প্রশ্ন উঠছিল বারবার। কোর্টের নির্দেশ সেই সম্ভাবনাই উসকে দিল। তবে এই কেসের শুনানি কবে হবে, তা অবশ্য নির্দিষ্ট করে বলা হয়নি। নিউরোসার্জেন তথা তাঁর পারিবারিক চিকিৎসক লিওপল্দো লুকে, সাইক্রিয়াটিস্ট অগাস্টিনা কোসাশভ, সাইকোলজিস্ট কার্লোস দিয়াজ, মেডিকাল কো-অর্ডিনেটর ন্যান্সি ফরলিনি এবং নার্স সহ আরও চার জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

হত্যা এবং গাফিলতির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তাঁদের অব্যবস্থার জন্যই অসহায় অবস্থায় পড়েছিলেন ফুটবল কিংবদন্তি। অভিযোগ প্রমাণিত হলে ৮-২৫ বছরের জন্য সংশোধনাগারের শাস্তি হতে পারে এমনটাই মত আইনজীবিদের।