COPA AMERICA FINAL 2021 : ‘দেখো এটা কি !’ মারকানার মাঝে স্ত্রীকে ভিডিও কল মেসির
ক্লাবের হয়ে ট্রফি জেতেন। কারন বার্সিলোনায় তাঁর পাশে জ্যাভি, ইনিয়েস্তা, সুয়ারেজে মত তারকা। দেশের হয়ে সেই ভালমানের সতীর্থের অভাবের জন্যই কাপ জেতেন না মেসি। গত কয়েকবছর ধরে এই অভিযোগ শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছিলেন আর্জেন্তিনা ফুটবলের সুপারস্টার।
রিও ডি জেনেইরোঃ ২০১৪ বিশ্বকাপ ফাইনাল। ২০১৬ কোপা আমেরিকা ফাইনাল। স্বপ্নের কাছে এসেও বারবার স্বপ্ন হাতছাড়া হওয়ার নিদারুণ জ্বালা। ক্ষতবিক্ষত করে দিচ্ছিল মহাতারকার হৃদয়টাই। কি করলে চ্যাম্পিয়ন হওয়া যায়? উত্তরটা যেন কোন জাদুবলে হারিয়ে গিয়েছিল তাঁর জীবন থেকে। কোপা আমেরিকার ফাইনালে যখন মাঠে নামছিলেন, তখন বোধ হয় চোয়ালটা আরও একটু শক্ত করে নিয়েছিলেন। কোপা জেতার এটাই তো তাঁর কাছে শেষ সুযোগ। মরিয়া হয়ে ঝাঁপাতেই হবে। আর ম্যাচ শেষের বাঁশি বাজার পর আজ পৃথিবীর বোধ হয় সবচেয়ে সুখী মানুষের নাম লিওনেল মেসি!
ক্লাবের হয়ে ট্রফি জেতেন। কারন বার্সিলোনায় তাঁর পাশে জ্যাভি, ইনিয়েস্তা, সুয়ারেজে মত তারকা। দেশের হয়ে সেই ভালমানের সতীর্থের অভাবের জন্যই কাপ জেতেন না মেসি। গত কয়েকবছর ধরে এই অভিযোগ শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছিলেন আর্জেন্তিনা ফুটবলের সুপারস্টার। একটা মঞ্চের প্রয়োজন ছিল, সমালোচকদের এই ধরনের সমালোচনার যোগ্য জবাব দেওয়ার। মঞ্চ পাচ্ছিলেনও। কিন্তু জবাব দেওয়াটা হচ্ছিল না। ২০১৪ বিশ্বকাপে মারও গোয়েৎজের গোল। ২০১৬ কোপার ফাইনালে পেনাল্টি মিস। নীল সাদা জার্সিটা গায়ে চাপালেই হতাশা যেন গিলে খাচ্ছিল মেসিকে। হাল ছাড়েননি। জন্মগত চ্যাম্পিয়নরা বোধ হয় হাল ছাড়েননা।
এবারই তাঁর যে শেষ কোপা আমেরিকা। ঢের বুঝতে পারছিলেন। কারন বয়স এখন ৩৪। শরীরে ধকল নেওয়ারও একটা ক্ষমতা থাকে। আর এই মঞ্চেই যাবতীয় জবাবের জন্য তৈরি হচ্ছিলেন মেসি। বিশ্বফুটবলে তাঁর সঙ্গে যাঁদের তুলনা হয়, সেই রোনাল্ডো ও নেইমাররা জাতীয় দলের জার্সি গায়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। রোনাল্ডো ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছেন। নেইমার কোপা। তাঁরই শুধু কোনও বড় টুর্নামেন্ট জয় হচ্ছিল না। অবশেষে হল। আর জয়ের পর যেন মেসি পৌঁছে গেলেন ‘সব পেয়েছির দেশে’।
আবেগাপ্লুত মেসি মাঠের মাঝখানে দাঁড়িয়েই ভিডিও কল করলেন স্ত্রী আন্তোনেলাকে। গলায় ঝুলতে থাকা বিজয়ীর মেডেলটা ঠোঁটের সামনে নিয়ে এসে শিশুর মত চিৎকার করছেন মেসি। আর ভিডিও কলের ওপ্রান্তে স্বামীর এই উচ্ছ্বাস দেখে আবেগ চেপে রাখতে পারলেন না আন্তোনেলা। হাসি মুখে আন্তোনেলা ভাগ করে নিলেন সেই মুহূর্ত। মেডেল দেখিয়ে মেসি চিৎকার করে বললেন, “দেখো এটা কি!” আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই আবেগে ভাসছেন মেসির সমর্থকরাও।