UEFA Champions League: অধরা মেসি ম্যাজিক, শুরুতেই হোঁচট খেল পিএসজি
নিজের কেরিয়ারে চ্যাম্পিয়ন্স লিগের ১৫০-তম ম্যাচ খেললেন লিওনেল মেসি। যার মধ্যে ১৪৯টা ম্যাচই খেলেছেন বার্সেলোনার হয়ে। মেসির আগে আছেন রোনাল্ডো (১৭৭), ক্যাসিয়াস (১৭৭) ও জাভি (১৫১)।
ব্রুগ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) নিজের দ্বিতীয় ইনিংসে গোল করেই চলেছেন। চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) রোনাল্ডোর দল প্রথম ম্যাচে হারলেও সিআর সেভেন (CR7) গোল পেয়েছেন। কিন্তু লিওনেল মেসি (Lionel Messi) এখনও গোলের অপেক্ষায়। পিএসজির (Paris Saint Germain) হয়ে অভিষেক ম্যাচে গোল পাননি। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও গোলের দেখা পেলেন না এলএম টেন।
?? Ander Herrera puts Paris ahead Bruges…#UCL pic.twitter.com/PTVh7Y6MIf
— UEFA Champions League (@ChampionsLeague) September 15, 2021
ক্লাব ব্রুগের (Club Brugge) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই আটকে গেল প্যারিস সাঁ জাঁ। খেলার ফল ১-১। ম্যাচের ১৫ মিনিটে হেরেরার গোলে এগিয়ে যায় পিএসজি। কিন্তু ২৭ মিনিটে সমতায় ফেরে বেলজিয়ামের দল। এরপর খেলায় আর কোনও গোল হয়নি। মেসি-এমবাপে-নেইমার ত্রিফলাকে রেখেই এদিন দল সাজিয়েছিলেন পচেত্তিনো। কিন্তু বেলজিয়ামের (Belgium) দুর্ভেদ্য রক্ষণের সামনে আটকে গেলেন মেসিরা। ৯০ মিনিট খেললেও গোলের দেখা পেলেন না তিনি। পিএসজিকে জেতাতেও ব্যর্থ। প্যারিস সাঁ জাঁ-র হয়ে এই প্রথম বার পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। লিগ ওয়ানে (League One) নিজের অভিষেক ম্যাচে ২৫ মিনিট খেলেছিলেন। নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন সে দিন। ক্লাব ব্রুগের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেও মেসি ম্যাজিক অধরা। নিজের কেরিয়ারে চ্যাম্পিয়ন্স লিগের ১৫০-তম ম্যাচ খেললেন লিওনেল মেসি। যার মধ্যে ১৪৯টা ম্যাচই খেলেছেন বার্সেলোনার হয়ে। মেসির আগে আছেন রোনাল্ডো (১৭৭), ক্যাসিয়াস (১৭৭) ও জাভি (১৫১)।
150 Champions League appearances ✅ ?? Thoughts on first Paris start for Leo Messi?#UCL pic.twitter.com/AC40nEi94E
— UEFA Champions League (@ChampionsLeague) September 15, 2021
আগস্টেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে সই করেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টাইন সুপারস্টারের যোগদানে চ্যাম্পিয়ন্স লিগ ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে প্যারিসবাসী। পিএসজিতে সই করেই মেসি প্রথম দিন বলেছিলেন, তাঁর লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরার তকমা কখনও জোটেনি ফ্রান্সের এই ক্লাবের। মেসি, নেইমার, এমবাপে সমৃদ্ধ শক্তিশালী পিএসজির এ বারে প্রধান লক্ষ্যই চ্যাম্পিয়ন্স লিগ। সেই টুর্নামেন্টে প্রথম ম্যাচেই আটকে গেল। গ্রুপ পর্বে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও খেলতে হবে পিএসজিকে।
আরও পড়ুন: UEFA Champions League: পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক লিভারপুলের