AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মহমেডানের টিডি শঙ্করলাল,ফিরলেন কিংসলে

৯ জানুয়ারি সুদেভা এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আই লিগ অভিযান শুরু করছে মহমেডান।

মহমেডানের টিডি শঙ্করলাল,ফিরলেন কিংসলে
নতুন দায়িত্বে শঙ্করলাল চক্রবর্তী।
| Updated on: Dec 25, 2020 | 5:56 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: আই লিগের জন্য মহমেডানের টিডি নির্বাচিত হলেন শঙ্করলাল চক্রবর্তী। স্প্যানিশ কোচ হোসে হেভিয়ার সঙ্গে কাজ করবেন মোহনবাগানের প্রাক্তন কোচ। বড়দিনের সকালে ক্লাব সচিব ওয়াসিম আক্রম,ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস আর হেভিয়ার সঙ্গে বসেন শঙ্করলাল। আলোচনার পরই নতুন দায়িত্ব নেন তিনি। হেভিয়ার কোচিংয়ে শিল্ড ফাইনালে উঠতে ব্যর্থ হয় মহমেডান। তারপরই স্প্যানিশ কোচের সঙ্গে বাঙালি কোচকে জুড়ে দেওয়ার পরিকল্পনা নেন কর্তারা। সেইমতই বিদেশি কোচের মাথায় বসলেন শঙ্করলাল।

সামনেই আই লিগ। হাতে সময় কম। কোভিড বিধি মেনে শঙ্করলালের অনুশীলনে যোগ দিতে জানুযারির ২-৩ তারিখ হয়ে যাবে। তাই নতুন দায়িত্ব নিয়ে শঙ্করলাল বলছেন, “মহমেডান ভারতের অন্যতম সেরা দল। তাই সামনে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ।তবে মহমেডানকে আই লিগ চ্যাম্পিয়ন করতে আপ্রাণ চেষ্টা করব।” শঙ্করলালকে টিডি নিয়োগ করার পাশাপাশি ৫ সদস্যের একটা টেকনিক্যাল কমিটিও করেছে মহমেডান। কমিটির নেতৃত্বে ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস।

MSD TD

মহমেডান কর্তাদের সঙ্গে আলোচনায় শঙ্করলাল

আরও পড়ুন:বিরাটের কাছে ক্ষমা চান রাহানে

কোচিং টিমে পরিবর্তনের পাশাপাশি দলেও বেশ কিছু পরিবর্তন এনেছেন মহমেডান কর্তারা। ফিরিয়ে আনা হয়েছে মোহনবাগানে খেলে যাওয়া ডিফেন্ডার কিংসলেকে। বাদ পড়েছেন ফিলিপ আদজা। অপর বিদেশিরা হলেন ফাতাউ,বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইঞাঁ আর নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েল। ভারতীয়দের মধ্যে দলে নেওয়া হয়েছে লাল-হলুদের দুই বাতিল ফুটবলার গুরতেজ সিং আর রফিক আলি সর্দারকে। নেওয়া হচ্ছে সবুজ-মেরুনে খেলে যাওয়া নিখিল কদমকেও।