Mohun Bagan and East Bengal: ডুরান্ড ডার্বি বাতিল, যুবভারতীতে একজোটে ‘বড় ম্যাচ’ ইস্টবেঙ্গল-মোহনবাগানের

খেলার মাঠ বন্ধ তবে, খেলার বদলে বিচার হবে... ঘটি বাঙাল ভাই ভাই, আরজি করের বিচার চাই... ১৮ তারিখ দেখতে চাই। দুই গ্যালারির একটা স্বর, জাস্টিস ফর আরজি কর... ডার্বি বাতিল হলেও এমন সব বার্তা এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

Mohun Bagan and East Bengal: ডুরান্ড ডার্বি বাতিল, যুবভারতীতে একজোটে 'বড় ম্যাচ' ইস্টবেঙ্গল-মোহনবাগানের
Mohun Bagan and East Bengal: ডুরান্ড ডার্বি বাতিল, যুবভারতীতে একজোটে 'বড় ম্যাচ' ইস্টবেঙ্গল-মোহনবাগানের
Follow Us:
| Updated on: Aug 18, 2024 | 1:23 PM

কলকাতা: তিলোত্তমা উত্তপ্ত ‘তিলোত্তমা’-র বিচার চেয়ে। এই আন্দোলন থামবে না। প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন প্রচুর সাধারণ মানুষ। এ বার অবশ্য তিলোত্তমার সুবিচার চেয়ে প্রতিবাদ আর রাস্তায় নেমেই নয়, খেলার মাঠেও ছড়াল। রবিবারের ডুরান্ড ডার্বি (Durand Derby) বাতিল হয়েছে। যুবভারতীতে দুই প্রধানের সমর্থকরা একজোট হয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই মতো গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচারও হয়েছিল ব্যাপকভাবে। হঠাৎ করেই ডার্বি বাতিল হওয়াতে খানিক বাধা তৈরি হয়েছিল সেই পরিকল্পনায়। কিন্তু দুই প্রধানের সমর্থকরা প্রতিবাদের উপায় বের করে নিয়েছেন। আজ যুবভারতীতে বিকেলে একজোট হচ্ছেন ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগানের (Mohun Bagan) সমর্থকরা।

খেলার মাঠ বন্ধ তবে, খেলার বদলে বিচার হবে… ঘটি বাঙাল ভাই ভাই, আরজি করের বিচার চাই… ১৮ তারিখ দেখতে চাই। দুই গ্যালারির একটা স্বর, জাস্টিস ফর আরজি কর… এমন সব বার্তা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা আজ, রবিবার আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদে সামিল হবেন।

প্রতিপক্ষরা যখন একজোট, এক সুরে এক জায়গায় জমায়েত মানেই তার প্রভাবও অনেকটাই পড়বে। আজ বিকেল ৪টে থেকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বিভিন্ন ফ্যান ক্লাবগুলো যুবভারতীতে জড়ো হবেন। শুধু তাই নয়। জানা গিয়েছে, মহামেডানের সমর্থকরাও দাবি তুলছেন তাঁরাও যুবভারতীর প্রতিবাদ মিছিলে যোগ দেবেন। বিধাননগর স্টেশন থেকে যুবভারতী অবধি মিছিল করে যাওয়ার পরিকল্পনাও করেছেন লাল-হলুদ ও সবুজ-মেরুনের সমর্থকরা। রবিবার সকাল থেকেই শহরে প্রবল বৃষ্টি হচ্ছে। এ বার দেখার বৃষ্টি উপেক্ষা করেই দুই প্রধানের সমর্থকরা যুবভারতীতে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে সফল হন কিনা।