AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: নির্বাচনী প্রচারে দেবাশিসের চমক, ব্যানারে সৌমিকের ছবি

Mohun Bagan club election: টুটু বসু ঘোষণা করেন, নির্বাচনে তিনি সৃঞ্জয়ের হয়েই প্রচার করবেন। আহিরিটোলায় সৃঞ্জয়ের সমর্থনে প্রচারে ঝড়ও তুলেছিলেন মোহনবাগানের সভাপতি। তবে সৌমিক বসু চ্যাপ্টার কোথাও গিয়ে কি টুটু বাবুর গলায় কাঁটার মতো বিঁধছে?

Mohun Bagan: নির্বাচনী প্রচারে দেবাশিসের চমক, ব্যানারে সৌমিকের ছবি
Image Credit: OWN Arrangement
| Edited By: | Updated on: May 29, 2025 | 7:23 PM
Share

কলকাতা: সৌমিক বসু কার পক্ষে? মোহনবাগান নির্বাচনের হাওয়া ওঠার প্রথম দিন থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ময়দানে। দেবাশিস দত্তর হয়ে নির্বাচনী প্রচারে দেখা গিয়েছে টুটু বসুর ছোট ছেলেকে। তারপরই বিদেশে চলে যান তিনি। বসু পরিবারে ভাঙন ধরালেন দেবাশিস! ময়দানে এই কথাই ঘুরপাক খেতে থাকে। যার কয়েকদিন বাদেই টুটু বসু নিজের বালিগঞ্জ প্লেসের বাড়িতে সাংবাদিক সম্মেলনে জানান, তাঁর ছোট ছেলে তাঁর সঙ্গেই আছেন। টুটু বসু ঘোষণা করেন, নির্বাচনে তিনি সৃঞ্জয়ের হয়েই প্রচার করবেন। আহিরিটোলায় সৃঞ্জয়ের সমর্থনে প্রচারে ঝড়ও তুলেছিলেন মোহনবাগানের সভাপতি। তবে সৌমিক বসু চ্যাপ্টার কোথাও গিয়ে কি টুটু বাবুর গলায় কাঁটার মতো বিঁধছে?

দেবাশিস দত্তর নির্বাচনী প্রচারের ব্যানারে প্রথমদিন থেকেই দেখা গিয়েছে প্রয়াত সচিব অঞ্জন মিত্র, মানস ভট্টাচার্য আর সত্যজিৎ চট্টোপাধ্যায়ের ছবি। এবার সেখানে জুড়ল সৌমিক বসুর ছবি। আর তা নিয়েই ফের শোরগোল ময়দানে। টুটু বসু জোরের সঙ্গে বলেছিলেন, তাঁর ছোট ছেলে তাঁর সঙ্গে থাকবেন। তাহলে কি সেই ভরসাই এখন টুটু বসুর বিরোধী শিবিরের মুখ হয়ে গেল? দেবাশিস দত্তর নির্বাচনী প্রচারের ছবিতে সৌমিক বসুর উপস্থিতি সেই ইঙ্গিতই হয়তো দিচ্ছে। এই মুহূর্তে লন্ডনে আছেন সৌমিক। জুনের প্রথম সপ্তাহেই শহরে ফিরবেন। এরপর কারও নির্বাচনী প্রচারে তাঁকে দেখা যায় কিনা সেদিকেই থাকবে সকলের আগ্রহ।

মোহনবাগানের ভোটের ময়দান এখন বেশ জমজমাট। সৃঞ্জয় শিবির প্রথম দিন থেকেই নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে। ‘তোমাকে চাই’ ক্যাম্পেন এই মুহূর্তে ময়দানে হিট। অন্যদিকে শাসক শিবিরও নির্বাচনী প্রচারে নিজেদের স্ট্র্যাটেজি এবং আগামী দিনের সংকল্প সামনে এনেছে। এই মুহূর্তে ময়দানে জোরদার টক্কর চলছে। বৃহস্পতিবার থেকে শুরু হল মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া। চলবে ৯ তারিখ পর্যন্ত। শেষ পর্যন্ত নির্বাচনের রাস্তায় হাঁটলে মোহনবাগান নির্বাচনে সদস্যরা কোন শিবিরকে বেছে নেয়, সেদিকেই তাকিয়ে ময়দান।