AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: ডার্বিতে অতিরিক্ত চাপ নিতে নারাজ মোলিনা

Super Cup 2025: সেমিফাইনালে পৌঁছতে ডার্বি জিততেই হবে কামিংস-ম্যাকলারেনদের। গোল পার্থক্যে এগিয়ে ইস্টবেঙ্গল। ডেম্পো ম্যাচ ড্র করে নিজেদের বিপদ ডেকে এনেছেন রবসনরা। গ্রুপের শেষ ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল।

Mohun Bagan: ডার্বিতে অতিরিক্ত চাপ নিতে নারাজ মোলিনা
মোহনবাগানImage Credit: Mohun Bagan X
| Edited By: | Updated on: Oct 30, 2025 | 4:15 PM
Share

ফাতোরদা: চেন্নাইকে হারিয়ে সুপার কাপে (Super Cup) যাত্রা শুরু করলেও, ডেম্পোর কাছে আটকে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। শুক্রবার ফাতোরদার বড় ম্যাচ সবুজ-মেরুনের কাছে ডু অর ডাই। অধরা সুপার কাপে টিকে থাকার লড়াই। সেমিফাইনালে পৌঁছতে ডার্বি জিততেই হবে কামিংস-ম্যাকলারেনদের। গোল পার্থক্যে এগিয়ে ইস্টবেঙ্গল। ডেম্পো ম্যাচ ড্র করে নিজেদের বিপদ ডেকে এনেছেন রবসনরা। গ্রুপের শেষ ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। তিন পয়েন্ট তুলতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ঝাঁপাতে চায় সবুজ-মেরুন শিবির।

ডেম্পোর কাছে আটকে সমালোচোনার মুখে পড়তে হয়েছে হোসে মোলিনাকে। শুক্রবারের বড় ম্যাচ জিতলেই দলের পরিবেশ পাল্টে যাবে। মোলিনা অবশ্য মুখে বলছেন, ‘সমর্থকরা সবসময় চাইবে ডার্বি জিততে। অবশ্যই চাইব তাদের আশা পূরণ করতে। অতিরিক্ত চাপ নিতে আমরা নারাজ।’ প্রতিপক্ষ নিয়ে বাড়তি সতর্ক বাগান অধিনায়ক শুভাশিস বসু।

শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর বাগানে বসন্ত এসেছিল। গোয়াতে শুরুটা ভাল হলেও ডেম্পো ম্যাচে তাল কাটে ম্যাকলারেনদের। লাল-হলুদের রক্ষণ ভাঙতে রবসন-ম্যাকলারেন-কামিংস ত্রিফলাতেই বাড়তি ভরসা মোলিনার। চেনা মাঠে ফ্যাক্টর হতে পারেন লিস্টন কোলাসো। ডার্বিতে শুরু থেকে গোয়ান ফুটবলারকে খেলানোর ভাবনা বাগান কোচের। এখনও সুপার কাপ আসেনি গঙ্গাপারের তাঁবুতে। এবছর সেই বহু কাঙ্খিত ট্রফি জয়ের স্বপ্ন সমর্থকদের। ডার্বি জিতে মরসুমের ফলাফল ২-২ করার পাশাপাশি, সুপার কাপের আশাও বাঁচিয়ে রাখতে মরিয়া মোহনবাগান।