ISL 2024-25, Mohun Bagan: আর তিনটে ম্যাচ… কী বলছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা?
ISL 2024-25, MBSG Coach Jose Molina: ফাইনাল জিতলে তবেই ট্রফি। সব মিলিয়ে এখনও তিনটে ম্যাচ। আর এই তিন ম্যাচে সেরাটা দিতে পারলে ট্রফি শুধু সময়ের অপেক্ষা। বলাটা যত ততটা অবশ্য নয়। মোহনাগান তিন ম্যাচের টার্গেটেই এগিয়ে। কী বলছেন কোচ?

ইন্ডিয়ান সুপার লিগে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। শুধু তাই নয়, ইতিহাসও গড়েছে। টানা দু-বার লিগ শিল্ড জয়ের নজির। যা আগে কোনও দলের ছিল না। এখানেই থামতে নারাজ মোহনবাগান কোচ। শিল্ডের সঙ্গে আইএসএল নকআউট ট্রফিও চাই। এর জন্য সেমিফাইনালের দু-লেগে ভালো ফল করে ফাইনালে জায়গা করে নিতে হবে। ফাইনাল জিতলে তবেই ট্রফি। সব মিলিয়ে এখনও তিনটে ম্যাচ। আর এই তিন ম্যাচে সেরাটা দিতে পারলে ট্রফি শুধু সময়ের অপেক্ষা। বলাটা যত ততটা অবশ্য নয়। মোহনাগান তিন ম্যাচের টার্গেটেই এগিয়ে। কী বলছেন কোচ?
আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। অ্যাওয়ে ম্যাচে জিততে পারলে হোম ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামা যাবে। মোলিনা বলেছেন, “এই তিনটে ম্যাচ আমাদের জন্য খুব কঠিন। ফোকাস রাখতে হবে। সেটা জেতার পর ফাইনালে নজর রাখব। বেশ কিছু ফুটবলারের চোট রয়েছে। অনেকে জাতীয় দল থেকে ফিরেছে। আমরা কাপ জিততে চাই। এর জন্য প্রস্তুত। লিগ জেতার পর অবশ্যই খুশি। কিন্তু সেটা এখন অতীত। ফুটবলারদের লড়াই করতে হবে। ১০০ শতাংশ দিতে হবে নকআউট ট্রফি জেতার জন্য।”
আপুইয়া এবং মনবীরের চোট রয়েছে। মোহনবাগান কোচ চিন্তিত হতে নারাজ। তাঁর ফোকাস জয়ে। প্রতিপক্ষ টিম যেমন শক্তিশালী, লড়াইটা মস্তিষ্কেরও। জামশেদপুরের কোচ খালিদ জামিল। ভারতের অন্যতম সেরা কোচ। প্রতিপক্ষ কোচ সম্পর্কে মোলিনা বলেছেন, “খালিদ জামিলকে আমি যথেষ্ট সম্মান করি। ও দারুণ কাজ করে চলেছে। নিজেকে প্রমাণ করে চলেছে। আর মাঠে ও যাই করুক, আমরা সেদিকে নজর দিতে চাই না। আমরা নিজেদের কাজেই মন দেব।”





