FIFA World Cup 2022: সমাপ্তি অনুষ্ঠান মাতাবেন নোরা, কখন দেখবেন বিশ্বকাপের ক্লোজিং সেরিমনি?
মাঠে তো খেলা হবেই। তার আগে লুসেইল স্টেডিয়াম মেতে উঠবে নাচের ছন্দে, গানের তালে। ফাইনাল শুরুর আগে কাতার বিশ্বকাপের ঝাঁ চকচকে সমাপ্তি অনুষ্ঠান।
দোহা: প্রায় একমাসের দক্ষযজ্ঞ শেষ হচ্ছে রবিবার। ফুটবল বিশ্বকাপের ফাইনালের (Qatar World Cup 2022) জন্য সেজে উঠেছে দোহার লুসেইল স্টেডিয়াম। আকাশি-সাদা জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে শেষবার বিচরণ করবেন ফুটবল জগতের অন্যতম সেরা শিল্পী। অন্যদিকে থাকবেন তারুণ্যের জোশে ভরপুর, বিশ্ব ফুটবলের আগামীদিনের মহাতারকা। মাঠে তো খেলা হবেই। তার আগে লুসেইল স্টেডিয়াম মেতে উঠবে নাচের ছন্দে, গানের তালে। ফাইনাল শুরুর আগে কাতার বিশ্বকাপের ঝাঁ চকচকে সমাপ্তি অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের পর ক্লোজিং সেরিমনিতেও (World Cup Closing Ceremony) চমকে দিতে চায় কাতার। কখন, কীভাবে দেখবেন সমাপ্তি অনুষ্ঠান, কারা পারফর্ম করবেন? জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
ক্লোজিং সেরিমনির অন্য়তম আকর্ষণ নোরা ফাতেহি, বলকিস এবং রাহমা রিয়াধ। লুসেইলে দুই দেশের দ্বৈরথের আগে মঞ্চ মাতাবেন বলিউড তারকা নোরা ফাতেহি। সন্ধ্যা ৮.৩০ টা নাগাদ শুরু হতে চলেছে খেতাবি লড়াই। তার আগে সন্ধ্য়া ৭ টা নাগাদ অনুরাগীদের আসন গ্রহণ করার অনুমতি দেওয়া হবে। প্রায় ৮৮,০০০ দর্শকের সমাগম হতে চলেছে স্টেডিয়ামে। জানা গিয়েছে, অনুষ্ঠান মাত্র ১৫ মিনিট স্থায়ী হবে। ২৯ দিনের এই বিশ্বকাপ যাত্রার শেষ দিনে আবারও একত্রিত হবে সারা বিশ্বের ফুটবল অনুরাগীরা। নাচে, গানে মেতে উঠবে গোটা লুসেইল স্টেডিয়াম। বিখ্য়াত গান ‘এ নাইট টু রিমেম্বার’ ম্য়াশ আপের সঙ্গে পরিবেশিত হবে। অনুষ্ঠানে ডেভিডো এবং আইশা গাইবেন ‘(হায়া হায়া) বেটার টুগেদার’, ওজুনা এবং গিমস ‘আরবো’। সবথেকে বড় চমক নোরা ফাতেহির পরিবেশন ‘লাইট দ্য় স্কাই’। নোরার সঙ্গে থাকবেন বলকিস, রাহিমা ও মানাল।
১৯৮৬-এর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জয় থেকে মাত্র ১ টি ম্য়াচ দূরে। আর অন্য়দিকে ফ্রান্স আবারও সগৌরবে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। ইতালি এবং ব্রাজিলের পর ফ্রান্সের কাছে পরপর বিশ্বসেরার খেতাব ধরে রাখার সুযোগ রয়েছে। আর অন্য়দিকে আর্জেন্টিনাও ৩৬ বছরের অপেক্ষার বসান ঘটাতে চাইবে।