AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan-East Bengal: সৌভিক একা নন, আরজি কর কাণ্ডে প্রতিবাদ প্রীতম-প্রবীরদের মতো ফুটবলারদেরও

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে একে একে মুখ খুলেছেন দেশের তারকা ক্রিকেটাররা। বাদ নেই ফুটবলাররাও। সবুজ-মেরুনের প্রাক্তন ক্যাপ্টেন প্রীতম কোটাল, লাল-হলুদের বর্তমান প্লেয়ার সৌভিক চক্রবর্তীরা একে একে আরজি কর কাণ্ডের প্রতিবাদে মুখর হচ্ছেন।

Mohun Bagan-East Bengal: সৌভিক একা নন, আরজি কর কাণ্ডে প্রতিবাদ প্রীতম-প্রবীরদের মতো ফুটবলারদেরও
সৌভিক একা নন, আরজি কর কাণ্ডে প্রতিবাদ প্রীতম-প্রবীরদের মতো ফুটবলারদেরও
| Updated on: Aug 18, 2024 | 3:17 PM
Share

কলকাতা: প্রবল ক্ষোভের বিস্ফোরণ যেন হওয়ার অপেক্ষা। একে ডুরান্ড ডার্বি বাতিল হয়েছে। তার উপর দুই দলের সমর্থকরা ভেবেছিলেন, যুবভারতীতে একজোট হয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করবেন। ম্যাচ বাতিল হয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগানের (Mohun Bagan) সমর্থকদের মনোভাব বদলায়নি। তাঁরা প্রতিবাদ জানাতে ঠিক একই স্থানে আজ বিকেলে জড়ো হবেন বলে ডাক দিয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে একে একে মুখ খুলেছেন দেশের তারকা ক্রিকেটাররা। বাদ নেই ফুটবলাররাও। সবুজ-মেরুনের প্রাক্তন ক্যাপ্টেন প্রীতম কোটাল, লাল-হলুদের বর্তমান প্লেয়ার সৌভিক চক্রবর্তীরা একে একে আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে মুখর হচ্ছেন।

লাল-হলুদের তারকা সৌভিক চক্রবর্তী ফেসবুকে আরজি কর কাণ্ডে সরব হয়েছিলেন। এরপরই তাঁর প্রোফাইল ডিলিট। প্রশ্ন উঠেছে তারকা ফুটবলারের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে? সৌভিকের পাশাপাশি ইস্টবেঙ্গলের ফুটবলার হীরা মন্ডল আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘লড়াইটা জারি থাকুক এই লড়াই টা আমাদের মা বোনদের সম্মানের লড়াই আমাদের সমাজের জন্য আমরা সবাই একসাথে লড়বো আমরা হার মানব না We want justice’

মোহনবাগানের প্রাক্তন ক্যাপ্টেন প্রীতম কোটাল ফেসবুকে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের সমাজের জন্য মোটেও সঠিক উদাহরণ নয়। আমাদের প্রাপ্য ভালো এবং সঠিক ন্যায়বিচার হওয়া পরিবেশ।’

প্রবীর দাস ওড়িশার হয়ে খেলেন এখন। প্রাক্তন মোহনবাগান তারকা ফেসবুকে একটি আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলের ভিডিয়ো শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বাঙাল ঘটির একই স্বর। Justice for RG KAR’

দুই প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার অনুপম সরকার ফেসবুকে লিখেছেন, ‘ডার্বি বাতিল করা ঠিক হয়নি, এর উত্তর সময় দেবে। বাতিল match এও ১ কি স্বর। justice for আর জি কর।’

ইস্টবেঙ্গলের ফিজিয়ো সস্ত্রীক আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ড নিয়ে সামিল হয়েছিলেন।

Senen Alvarez and his wife

ইস্টবেঙ্গলের ফিজিয়ো সেনেন আলভারেজ ও তাঁর স্ত্রী সামিল আরজি কর কাণ্ডের প্রতিবাদে।