PV Vishnu: মোহনবাগানের পথে হাঁটলেন না, বড় চুক্তিতে ইস্টবেঙ্গলেই থাকছেন পিভি বিষ্ণু!
East Bengal: সব জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। আরও ৩ বছরের জন্য লাল-হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন বিষ্ণু।

কলকাতা: শোনা যাচ্ছিল, তিনি নাকি মোহনবাগানের টার্গেট। সবুজ-মেরুন জার্সি পরতে আগ্রহীও নাকি ছিলেন। তেমন কিছু হচ্ছে না। ঘরের ছেলে ঘরেই থাকছেন। শুধু কি তাই, লাল-হলুদের সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে চলেছেন পিভি বিষ্ণু। কেরলের ২৩ বছরের স্ট্রাইকারের কাছে আইএসেলের একাধিক ক্লাবের বড় অফার ছিল। আইএসএলের আর এক চ্যাম্পিয়ন দল মুম্বই সিটিও বিষ্ণুর প্রতি আগ্রহী ছিল। সে পথে হাঁটলেন না তিনি। উল্টে আরও বেশিদিন লাল-হলুদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিষ্ণু।
সব জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। আরও ৩ বছরের জন্য লাল-হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন তিনি। লাল-হলুদ কর্তারা অনেক দিন ধরেই বিষ্ণুর সঙ্গে নতুন চুক্তি বাড়ানোর ব্যাপারে কথা বলছিলেন। কিন্তু ক্লাবের নতুন চুক্তিতে সই করছিলেন না এই কেরলের স্ট্রাইকার। এতেই জল্পনা ছড়িয়েছিল ময়দানে। তিনি নাকি মোহনবাগানে সই করবেন বলেই নতুন চুক্তিতে সই করতে চাইছিলেন না। ২০২৩ সালে লাল-হলুদে সই করেছিলেন বিষ্ণু। ৩ বছরের চুক্তিতে তখন সই করেন তিনি। ২০২৬ অবধি তাঁর চুক্তি রয়েছে লাল-হলুদের সঙ্গে। এখনও এক বছরের চুক্তি বাকি। তার আগেই নতুন চুক্তিতে সই করতে চলেছেন তিনি।
মোহনবাগানের আরও এক টার্গেট হাত ছাড়া হয়েছে বুধবার। বেঙ্গালুরু এফসির তারকা উইং ব্যাক নাওরেম রোশন সিং টার্গেটে ছিল সবুজ-মেরুনের। তবে তিনি নিজের বর্তমান ক্লাবের সঙ্গে বুধবার আরও চার বছরের চুক্তি নবীকরণ করে ফেলেছেন। ২০২৯ সাল অবধি বেঙ্গালুরুরতেই থাকছেন তিনি।
𝕄𝕀ℕℕ𝔸𝕃 𝕍𝕀𝕊ℍℕ𝕌 ⚡⚡⚡
Catch all the #ISL action on @JioHotstar 👉 https://t.co/1FrWTlHp7P#JoyEastBengal | Vishnu PV pic.twitter.com/uq1bZJcd3o
— East Bengal FC (@eastbengal_fc) May 8, 2025





