AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Estadio Santiago Bernabeu Stadium: রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌর ভোলবদল

Real Madrid: অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত এই স্টেডিয়াম দেখতে কেমন হতে চলেছে তারই একটা ঝলক দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। চোখ ধাঁধানো হতে চলেছে নতুন এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌ স্টেডিয়াম।

Estadio Santiago Bernabeu Stadium: রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌর ভোলবদল
Estadio Santiago Bernabeu Stadium: রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌর ভোলবদল
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 5:13 PM
Share

রিয়াল মাদ্রিদের (Real Madrid) স্টেডিয়াম (Stadium) এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌ (Estadio Santiago Bernabeu) এক্কেবারে বদলে যেতে চলেছে। অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত এই স্টেডিয়াম দেখতে কেমন হতে চলেছে তারই একটা ঝলক দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। চোখ ধাঁধানো হতে চলেছে নতুন এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌ স্টেডিয়াম। বেশ কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে এই স্টেডিয়ামে। যার মধ্যে সব চেয়ে নজর কাড়া হল, পিচ সরিয়ে নেওয়ার ব্যবস্থা। উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন ফুটবল পিচ তৈরি করা হচ্ছে, যা অতি সহজেই সরিয়ে দেওয়া যাবে এবং সব সময় ঘাস থাকবে।

দেখুন নতুন স্টেডিয়ামের ঝলক-

লনের রক্ষণাবেক্ষণের জন্য অত্যন্ত আকর্ষনীয় ব্যবস্থা করেছে রিয়াল মাদ্রিদ। এই উন্নত প্রযুক্তির স্টেডিয়ামটি রিয়াল মাদ্রিদের একটি স্থাপত্যে পরিণত হতে চলেছে। এই স্টেডিয়ামের ঘাস একটি অত্যাধুনিক ট্রে সিস্টেমে সংরক্ষণ করা হবে, যা পিচকে রক্ষা করে, যখন স্টেডিয়ামে একটি কৃত্রিম টার্ফ দেওয়া হয়। প্রতিটি ট্রে-তে যেখানে ঘাস রাখা হয়, তা ৩৫ মিটার গভীর একটি গ্যারেজের ভিতরে একটির উপরে আরেকটি সংরক্ষণ করা হয়।

এই স্টোরেজের জায়গাটির মধ্যে রয়েছে ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনার, সেচ ব্যবস্থা, রক্ষণাবেক্ষণের পাশ দিয়ে চলার পথ, এলইডি আলো, কন্ট্রোল ক্যামেরা এবং পিচের মাব বজায় রাখার জন্য আল্ট্রাভায়োলেট লাইট থেরাপি। এই সকল নতুন সুবিধার ফলে ফুটবল মাঠের কোন ক্ষতি না করেই কয়েক মিনিটে ফুটবল পিচ সরিয়ে স্টেডিয়ামকে আবার ব্যবহার করার উপযোগী করে তোলা যাবে। বার্নাব্যুতে অন্যান্য স্পোর্টস ইভেন্ট, সভা এবং কনসার্ট হোস্ট করারও সুযোগ-সুবিধা রয়েছে।

অত্যাধুনিক পদ্ধতিতে স্টেডিয়াম তৈরির ভিডিও দেখুন-

নতুন স্টেডিয়ামটি সংস্কার করতে ক্লাবের প্রায় ৭০০ মিলিয়ন পাউন্ড খরচ হবে বলে জানা গেছে। তবে এই স্টেডিয়াম থেকে প্রতি বছর ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি আয় হতে পারে বলে মনে করা হচ্ছে। অত্যাধুনিক পিচ সরানোর পদ্ধতি যেমন নজরকাড়া, তা ছাড়াও এই স্টেডিয়ামে পাঁচটি রেস্তোরাঁ থাকবে, যা প্রতি সপ্তাহে এবং ম্যাচের দিনগুলিতে পরিষেবা দেবে। স্টেডিয়ামে আসা সমর্থকদের জন্য একটি স্কাই বারও রয়েছে, যারা ম্যাচের আগে সেখানে ককটেল উপভোগ করতে পারবে। এ ছাড়াও স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা নিজেদের আসন থেকেও খাবার অর্ডার দিতে পারবেন। একটি অ্যাপের মাধ্যমে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের আসন থেকে খাবার বা পানীয় অর্ডার করার সুযোগ দেওয়া হবে।