ISL 2021-22: ভাঙা লাল-হলুদকে কোনওক্রমে জোড়া লাগানোর চেষ্টা রেনেডির
দলের আক্রমণ আর রক্ষণ দুই বিভাগই ব্যর্থ। অন্তর্বর্তী কোচ রেনেডি বলেন, 'দুটো জায়গাতেই দলের ভারসাম্য আনতে হবে। তাহলেই ভালো ফল হবে।' প্রিয় দলের খেলায় সমর্থকরা হতাশ হয়ে পড়লেও, তাঁদের দলের পাশে থাকার বার্তা দিলেন রেনেডি।
ভাস্কো: লিগের মাঝেই চাকরি গিয়েছে মানোলো দিয়াজের (Manuel Diaz)। জঘন্য পারফরম্যান্সের জন্যই কোচকে বরখাস্ত করেছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। সহকারী কোচ রেনেডি সিংই (Renedy Singh) আপাতত দলের দায়িত্ব সামলাবেন। বুধবার রেনেডির তত্ত্বাবধানেই অনুশীলন সারলেন লাল-হলুদ ফুটবলাররা।
আইএসএলে একটা ম্যাচেও এখনও জয় পায়নি এসসি ইস্টবেঙ্গল। ৮টা ম্যাচের মধ্যে ৪টে-তে হেরেছেন চিমারা। বাকি ৪টে-তে ড্র। পয়েন্ট টেবিলের একেবারে শেষে দাঁড়িয়ে অরিন্দমরা। নতুন বছরের শুরুতেই ৪ তারিখ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ এসসি ইস্টবেঙ্গলের। রেনেডি অবশ্য বলছেন ‘হায়দরাবাদের বিরুদ্ধে ফুটবলাররা ভালো লড়াই করেছিল। ওই ম্যাচের পরই ছেলেদের শরীরী ভাষা পাল্টে গিয়েছে। পরের ম্যাচে এ ভাবে লড়াই চালালে জয় আর বেশিদূর নেই।’
We caught up with Renedy Singh after training this morning. The interim head coach spoke on the mood in the camp, aspects being worked on in training and much more. ?#WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/TdhkSRgDa7
— SC East Bengal (@sc_eastbengal) December 29, 2021
Interim head coach Renedy Singh got down to business on Wednesday as the lads sweated it out with an eye on Bengaluru FC on January 4. #WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/ddMA03qOzv
— SC East Bengal (@sc_eastbengal) December 29, 2021
টিম এসসি ইস্টবেঙ্গলের পারফরম্যান্স জঘন্য হলেও রেনেডির সাফাই তাঁদের দল ততটাও খারাপ নয়। উদাহরণ হিসেবে কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়িন এফসি, হায়দরাবাদ এফসির মতো ম্যাচগুলিকে তুলে ধরেন তিনি। দলের আক্রমণ আর রক্ষণ দুই বিভাগই ব্যর্থ। অন্তর্বর্তী কোচ রেনেডি বলেন, ‘দুটো জায়গাতেই দলের ভারসাম্য আনতে হবে। তাহলেই ভালো ফল হবে।’ প্রিয় দলের খেলায় সমর্থকরা হতাশ হয়ে পড়লেও, তাঁদের দলের পাশে থাকার বার্তা দিলেন রেনেডি।
দেরিতে আইএসএলের জন্য দলগঠন, মরসুমের মাঝপথে কোচ ছাঁটাই, ৮ ম্যাচ জয়হীন- এই ছবি দেখতে অভ্যস্থ নয় সমর্থকরা। ভাঙা লাল-হলুদকে কোনও রকমে জোড়া লাগানোর চেষ্টা করছেন রেনেডি সিং। কিন্তু এই আইএসএলটা শেষ হলেই হাফ ছেড়ে বাঁচেন সমর্থকরা।
আরও পড়ুন: Sourav Ganguly: মহারাজের ওমিক্রন রিপোর্টের দিকে তাকিয়ে চিকিত্সকেরা