Salman Khan-East Bengal : ভাইজানের টিম ইস্টবেঙ্গল ক্লাবে, ‘দাবাং টুর’ এর প্রস্তুতি শুরু

East Bengal Club Ground : সলমনের এই সফরকে বলা হচ্ছে দাবাং টুর। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শতবর্ষে তাদের সমর্থকদের গিফট করার জন্য এই টুর হচ্ছে।

Salman Khan-East Bengal : ভাইজানের টিম ইস্টবেঙ্গল ক্লাবে, 'দাবাং টুর' এর প্রস্তুতি শুরু
Image Credit source: OWN Photograph
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 6:04 PM

কলকাতা : প্রায় চূড়ান্ত। তবে নিশ্চিত হতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। সেই প্রস্তুতিই শুরু হয়েছে। ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবে আসতে পারেন বলিউডের ভাইজান সলমন খান। তার জন্য এ দিন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে পরিদর্শন করা হল ইস্টবেঙ্গল মাঠ। এর আগে কলকাতায় অনুষ্ঠান করার কথা ছিল সলমনের। কিন্তু কোন ভাবেই সেই অনুষ্ঠান করা হয়ে ওঠেনি। পুরোপুরি বাতিল না হলেও স্থগিত ছিল এই সফর। অবশেষে তা হতে চলেছে। সলমনের এই সফরকে বলা হচ্ছে দাবাং টুর। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শতবর্ষে তাদের সমর্থকদের গিফট করার জন্য এই টুর হচ্ছে। সলমনের সঙ্গে এই টুরে থাকতে পারেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, জ্যাকলিন ফার্নান্ডেজরাও। এমনটাই জানিয়েছেন ইভেন্ট ম্যানেজার রাজদীপ চক্রবর্তী। বিস্তারিত TV9Bangla-য়।

ইভেন্ট ম্যানেজার রাজদীপ চক্রবর্তী এই টুর সম্পর্কে বলেন, ‘এক বছর ধরেই এই দাবাং টুর নিয়ে আলোচনা চলছে আমাদের। কিছু কারণে আমরা শো টা করে উঠতে পারিনি। এর মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবেরও শতবর্ষ উদযাপন চলছে। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে আমাদের প্রস্তাব দেওয়া হয়েছিল, সাপোর্টারদের জন্য যদি এই শো টা ক্লাবে করা হয়। আমাদের পরিকল্পনা সব প্রস্তুত। এ বার প্রশাসন যে ভাবে বলবে, সেই অনুযায়ী অনুষ্ঠান হবে।’

এর আগে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন শাহরুখ খান, অক্ষয় কুমারের মতো বলিউড তারকাও। এ বার ‘ভাইজান’ এর পা পড়তে চলেছে। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে আরও জানানো হয়, এখনও দিন চূড়ান্ত হয়নি। তবে ১৩ মে এই শো হওয়ার কথা। পুলিশ-প্রশাসনের উপরই বাকিটা নির্ভর করছে। যেহেতু এটা দাবাং টুর, সলমনের সঙ্গে সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে সহ প্রায় আট-ন’জন থাকতে পারবেন। ইস্টবেঙ্গল কর্তারা, সমর্থকদের উপহার দিতে চাইছে সলমনের এই শো। শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তারাই নন, সলমনের ম্যানেজার সহ ফুল টিম ইস্টবেঙ্গল ক্লাব পরিদর্শন করেন। সকলেই খুশি লাল-হলুদের ব্যবস্থাপনায়।