ডার্বির আগে ধাক্কা, ৬ মাস মাঠের বাইরে সুসাইরাজ

TV9 বাংলা ডিজিটাল: আশঙ্কাই সত্যি হল। ৬ মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন এটিকে মোহনবাগানের (ATK MOHUN BAGAN) নির্ভরযোগ্য মিডফিল্ডার মাইকেল সুসাইরাজ(SOOSAIRAJ)। ফলে এবারের আইএসএলে(ISL) আর মাঠে নামা হবে না চেন্নাইয়ের তরুণ এই ফুটবলারের। ACL গ্রেড ৩ চোট রয়েছে তার। আগামী সপ্তাহেই সম্ভবত অস্ত্রোপচার হবে সুসাইরাজের। ফিট হয়ে মাঠে ফিরতে প্রায় ৬ মাস। কেরালা ব্লাস্টারের […]

ডার্বির আগে ধাক্কা, ৬ মাস মাঠের বাইরে সুসাইরাজ
হাঁটুর চোটে আইএসএলের বাইরে সুসাইরাজ। ছবি-এটিকেএমবি টুইটার
Follow Us:
| Updated on: Nov 28, 2020 | 7:54 AM

TV9 বাংলা ডিজিটাল: আশঙ্কাই সত্যি হল। ৬ মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন এটিকে মোহনবাগানের (ATK MOHUN BAGAN) নির্ভরযোগ্য মিডফিল্ডার মাইকেল সুসাইরাজ(SOOSAIRAJ)। ফলে এবারের আইএসএলে(ISL) আর মাঠে নামা হবে না চেন্নাইয়ের তরুণ এই ফুটবলারের। ACL গ্রেড ৩ চোট রয়েছে তার। আগামী সপ্তাহেই সম্ভবত অস্ত্রোপচার হবে সুসাইরাজের। ফিট হয়ে মাঠে ফিরতে প্রায় ৬ মাস।

কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে খেলার ১৪ মিনিটে হাঁটুতে চোট পান সুসাইরাজ। সঙ্গে সঙ্গেই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। তার জায়গায় মাঠে নামেন শুভাশিস বোস। ডার্বিতেও সম্ভবত শুরু থেকেই খেলবেন সঞ্জয় সেনের জমানায় মোহনবাগানে খেলে যাওয়া বাঙালি এই ফুটবলার। তবে সুসাইরাসের না থাকা এটিকে মোহনবাগানের কাছে অবশ্যই একটা বড় ধাক্কা।

আরও পড়ুনঃ ৪-০ সিরিজ হারতে পারে ভারত, সতর্কবার্তা ক্লার্কের

হাবাসের ৩-৫-২ স্ট্র্যাটেজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুসাইরাস। গতবার ২০ ম্যাচে ৩টে গোল ছিল চেন্নাই সিটি খেলা এই ফুটবলার। হাবাসের দলকে চ্যাম্পিয়ন করতেও বড় ভূমিকা নিয়েছিলেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার। এবারও শুরু থেকেই হাবাসের প্ল্যানে ছিলেন সুসাইরাস। আইএসএলের শুরুতেই তরুণ মিডফিল্ডার ছিটকে যাওয়ায় নতুন করে ভাবতে হবে প্রীতমদের হেডস্যারকে। এর আগে হাঁটুর চোট পেয়ে বাইরে চলে গেছেন কেরালার স্ট্রাইকার জবি জাস্টিন। এবার ছিটকে গেলেন সুসাইরাস। চোট পাওয়া ফুটবলারের সংখ্যা ক্রমশ বাড়ছে এটিকে মোহনবাগানে।