AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Spain kiss scandal: চুমু বিতর্কে নয়া মোড়, কাস্তিলোকে কাঁধে তুলে আরও বিপাকে স্প্যানিশ ফুটবল প্রেসিডেন্ট

স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালসের জোর করে জেনি হার্মোসোকে চুমু খাওয়ার ঘটনা সারা বিশ্বে নিন্দিত হয়েছে। তিনি যে ঘটনা ঘটিয়েছেন তাতে আরও বাড়তি মাত্রা যোগ করল আর এক নতুন ছবি।

Spain kiss scandal: চুমু বিতর্কে নয়া মোড়, কাস্তিলোকে কাঁধে তুলে আরও বিপাকে স্প্যানিশ ফুটবল প্রেসিডেন্ট
চুমু বিতর্কে নয়া মোড়, কাস্তিলোকে কাঁধে তুলে আরও বিপাকে স্প্যানিশ ফুটবল প্রেসিডেন্ট
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 12:02 AM
Share

মাদ্রিদ: চুমু বিতর্কে নড়ে চড়ে বসেছে ফিফা। আপাতত ৯০ দিনের জন্য বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা নির্বাসিত করেছে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালসকে (Luis Rubiales)। স্পেনের (Spain) মেয়েরা ফিফা বিশ্বকাপ (FIFA Women’s World Cup) জেতার পর থেকে চুমু বিতর্কের জল বহুদূর গড়িয়েছে। একাধিক দিক থেকে লুইস রুবিয়ালসকে তাঁর এই কাণ্ডের জন্য পদত্যাক করার চাপ দিচ্ছিল। কিন্তু লুইস নিজে হুংকার দিয়েছিলেন কোনও মতেই তিনি ইস্তফা দেবেন না। পরিস্থিতি এখন কিছুটা বদলেছে। লুইস রুবিয়ালসকে আপাতত নির্বাসনে পাঠিয়েছে ফিফা। একইসঙ্গে তাঁকে জানানো হয়েছে ৩ মাসের এই নির্বাসন কিন্তু আরও বাড়তে পারে। চুমু বিতর্কে যেন ভস্মে ঘি ঢালল লুইস রুবিয়ালসের এক ভাইরাল হওয়া ছবি। আরও ভালো করে বললে, চুমু বিতর্কে নয়া মোড়। স্পেনের এক ক্রিকেটারকে কাঁধে তুলে আরও বিপাকে পড়েছেন স্প্যানিশ ফুটবল প্রেসিডেন্ট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালসের জোর করে জেনি হার্মোসোকে চুমু খাওয়ার ঘটনা সারা বিশ্বে নিন্দিত হয়েছে। তিনি যে ঘটনা ঘটিয়েছেন তাতে আরও বাড়তি মাত্রা যোগ করল আর এক নতুন ছবি। তাতে দেখা গিয়েছে স্পেনের ফুটবলার অ্যাথেনা দেল কাস্তিলোকে মাঠের মধ্যে কাঁধে নিয়েছেন লুইস। বিশ্বজয়ের উত্তেজনা থাকা স্বাভাবিক। কিন্তু তা বলে মাত্রাতিরিক্ত ভাবের প্রকাশের কোনও মানে হয় না। চুমু বিতর্ক হোক বা স্পেনের মহিলা ফুটবলারকে কাঁধে তোলা, লুইস যা কাণ্ড ঘটিয়েছেন তা লোকে অশ্লীল বলতে বাধ্য হচ্ছেন।

এরই মাঝে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, শুধু জেনি হার্মোসোকেই নয় বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের অন্যান্য মহিলা ক্রিকেটারদেরও জড়িয়ে ধরেন লুইস। একাধিক মহিলা ক্রিকেটারদের কাঁধেও চুমু খেতে দেখা যায় লুইসকে। তিনি যতই বলুন জয়ের খুশিতে এই কাণ্ড করেছেন। তা কিন্তু মোটেও ভালোভাবে নিচ্ছে না ফিফা থেকে শুরু করে সাধারণ মানুষরা।