Mohun Bagan Day: বিভেদ ভুলে সদস্যদের ফের এক হওয়ার বার্তা সৃঞ্জয়-দেবাশিসের

Mohun Bagan Day Celebration: দেবাশিস আর সৃঞ্জয়ের মন্তব্যেও তা আবার স্পষ্ট হল। মোহনবাগান দিবসে নেতাজি ইন্ডোরে জমকালো অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের একবার সদস্যদের এক হওয়ার বার্তা দিলেন বাগান সচিব আর সভাপতি।

Mohun Bagan Day: বিভেদ ভুলে সদস্যদের ফের এক হওয়ার বার্তা সৃঞ্জয়-দেবাশিসের
Image Credit source: MOHUN BAGAN Facebook Page

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 29, 2025 | 7:43 PM

কলকাতা: মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু, সভাপতি দেবাশিস দত্ত। এক মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, দুই পক্ষই এক হয়ে গিয়েছে। বেশ কয়েক মাস ধরে নির্বাচনী দামামা বাজানোর পরও, দুই শিবির শেষমেশ সমঝোতার রাস্তায় হাঁটে। তবে এই সিদ্ধান্তে দুই শিবিরের কেউ কেউ এই বিষয়টা মন থেকে মেনে নিতে পারছিলেন। এদিন দেবাশিস আর সৃঞ্জয়ের মন্তব্যেও তা আবার স্পষ্ট হল। মোহনবাগান দিবসে নেতাজি ইন্ডোরে জমকালো অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের একবার সদস্যদের এক হওয়ার বার্তা দিলেন বাগান সচিব আর সভাপতি।

নেতাজি ইন্ডোরে মোহনবাগান দিবসের অনুষ্ঠানে চাঁদের হাট। সৌরভ গঙ্গোপাধ্যায়, মনোজ তিওয়ারি থেকে অভিনেতা প্রসেনজিৎ হাজির সকলে। সৌরেন্দ্র-সৌম্যজিতের পারফরমেন্স শেষ হওয়ার পরই মঞ্চে উঠলেন মোহনবাগানের নতুন সভাপতি দেবাশিস দত্ত আর সচিব সৃঞ্জয় বসু। মঞ্চ থেকে মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত বললেন, ‘মাঝে দুই থেকে আড়াই বছর আমার আর সৃঞ্জয়ের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। তবে সেটা ভুলে আমরা আবার এক হয়েছি। সৃঞ্জয় যতদিন না হাত ছাড়বে, ততদিন আমি হাত ছাড়ব না।’ এরই সঙ্গে মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসুও সদস্য সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন, ‘আমি আর দেবাশিসদা এক হয়েছি। আপনারাও এক হবেন। সব ফ্যানস ক্লাবদের বলছি।’

মোহনবাগান রত্ন সম্মান পেলেন টুটু বসু। পরের বছর এই সম্মান (মরনোত্তর) দেওয়া হবে অঞ্জন মিত্রকে। মোহনবাগান দিবসে অমর একাদশের পরিবারের সদস্যদেরও সংবর্ধিত করা হয়।