AFC Women’s Asian Cup: ইরানের ভুলের পুনরাবৃত্তি চাইছে না আশালতার ভারত
তাইপেইদের বিরুদ্ধে যদি তিনটে পয়েন্ট তুলতে পারেন ভারতের মেয়েরা, তা হলে নক আউটে যাওয়ার দৌড়ে থেকে থাকবেন অদিতি চৌহানরা।
মুম্বই: ইরান ম্যাচ এখন অতীত। থমাস ডিনার্বির (Thomas Dennerby) ভারতের (India) লক্ষ্য এ বার চাইনিজ তাইপেইয়ের (Chinese Taipei) বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিয়ে মাঠ ছাড়া। ইরানের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের (AFC Women’s Asian Cup) প্রথম ম্যাচে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে ইন্দুমতিদের। গোলের সামনে থেকে ফিরে আসতে হয়েছে একাধিক বার। কিন্তু সে সব ভুলে এখন ব্লু টাইগ্রেসদের ফোকাসে দ্বিতীয় ম্যাচ। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য তাইপেইদের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ ম্যাচে আজ নামতে চলেছেন আশালতা দেবীরা। কোচ ডিনার্বিও বলে দিচ্ছেন, ইরান ম্যাচে পড়ে থাকলে হবে না। তাঁদের সম্পূর্ণ ফোকাস তাইপেইদের বিরুদ্ধে হতে চলা ম্যাচে।
All set for a crucial clash against Chinese Taipei in the Women's @afcasiancup 2022 ?#WAC2022 ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball ⚽ pic.twitter.com/AaKZu7SqcX
— Indian Football Team (@IndianFootball) January 22, 2022
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নামার আগে আয়োজক দেশের কোচ ডিনার্বি বলছেন, “আমাদের পুরো ফোকাসই এখন শুধুমাত্র চাইনিজ তাইপের বিরুদ্ধে হতে চলা ম্যাচের ওপর। চিনের কাছে তারা হেরে গেলেও, তারা দল হিসেবে ভালো। তাই ওদের বিরুদ্ধে পয়েন্ট তুলে নিতে হলে আমাদের ভালো পারফরম্যান্স করতেই হবে।”
#SuperMario ? mode ft. #BlueTigresses ? ?#BackTheBlue ? #ShePower ? #IndianFootball ⚽ pic.twitter.com/D1XoqwqPi0
— Indian Football Team (@IndianFootball) January 22, 2022
এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল চাইনিজ তাইপে ও চিন। সেই ম্যাচে তাইপেদের ৪-০ গোলে হারিয়েছিল চিন। তাইপেইদের বিরুদ্ধে যদি তিনটে পয়েন্ট তুলতে পারেন ভারতের মেয়েরা, তা হলে নক আউটে যাওয়ার দৌড়ে থেকে থাকবেন অদিতি চৌহানরা। চিনের বিরুদ্ধে হারলেও ভারতের বিরুদ্ধে কামব্যাক করতে চাইবে চাইনিজ তাইপে।
ডিনার্বি বলছেন তাইপেইদের বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে নেওয়াই তাঁদের লক্ষ্য। তাঁর কথায়, “গ্রুপ পর্বে যখন তোমার কাছে ভালো পয়েন্ট থাকবে তখন কোয়ালিফাই করার সুযোগ থাকবে। চাইনিজ তাইপেইদের বিরুদ্ধে আমাদের ভালো খেলতে হবে এবং পয়েন্ট জোগাড় করতে হবে। আমরা সকলেই এই মুহূর্তে টেবল নিয়ে মোটেও চিন্তিত নই। পরের ৯০ মিনিটের মধ্যে আমাদের কাজ শেষ করতে হবে।”
ইরান ম্যাচে পিয়ারিদের আধিপত্য থাকলেও বল জালে জড়াতে পারেননি কেউই। ডিনার্বি বলছেন, “এই জিনিসগুলো প্রতিদিনের অনুশীলন থেকে আসে। আমরা এটা নিয়ে কাজ করছি। সুযোগ পেলেই ততক্ষনাৎ কাজে লাগাতে হবে। শেষ ম্যাচে আমরা একটু স্লো হয়ে পড়েছিলাম। প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডাররা যেখানে রিকভার করার সুযোগ পেয়ে গিয়েছিল। এই ছোট ছোট জিনিসগুলোতেই আমাদের উন্নতি করতে হবে।”
‘গ্রুপ-এ’-তে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চিন। ১ পয়েন্ট করে পেয়ে দু’নম্বরে যুগ্মভাবে রয়েছে ভারত ও ইরান। চাইনিজ তাইপে এখনও কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি। আজ চিনের মুখে নামবে ইরান। অন্যদিকে ভারত মুখোমুখি হবে চাইনিজ তাইপের। টুর্নামেন্টে এক ধাপ এগিয়ে যাবে কারা? এই দুই ম্যাচের পর পয়েন্ট টেবলের রদবদলে নজর রাখতে হবে।