AFC Women’s Asian Cup: মেয়েদের এএফসি এশিয়ান কাপে অভিষেক হতে চলেছে ভার প্রযুক্তির
আর কিছুদিন পরই ভারতের (India) মাটিতে শুরু হচ্ছে মেয়েদের এএফসি এশিয়ান কাপ (AFC Women’s Asian Cup)। এই টুর্নামেন্টের হাত ধরে ভারতে অভিষেক হতে চলেছে, ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (VAR)।
নয়াদিল্লি: আর কিছুদিন পরই ভারতের (India) মাটিতে শুরু হচ্ছে মেয়েদের এএফসি এশিয়ান কাপ (AFC Women’s Asian Cup)। এই টুর্নামেন্টের হাত ধরে ভারতে অভিষেক হতে চলেছে, ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (VAR)। এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে ভার প্রযুক্তির ব্যবহার করা হবে। ১২ দলের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২০ জানুয়ারি থেকে। প্রথম দিন ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ইরানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের মেয়েরা। মোট তিনটি ভেনুতে হবে এই টুর্নামেন্ট।
প্রতিটি ভেনুতে ভার প্রযুক্তি ব্যবহার করার জন্য, ইন্সটলেশন এবং সেট আপ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে টুর্নামেন্টের শুরু থেকেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। এই টুর্নামেন্টের ম্যাচে ভার প্রযুক্তি ব্যবহার করা হবে ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির ম্যাচগুলিতে।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) জানিয়েছে, দেশে ভিএআর আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগে স্টেডিয়াম এবং প্রশিক্ষণের জায়গায় একাধিক প্রযুক্তিগত পরীক্ষা করা হচ্ছে। রেফারিংয়ের মান সেরা করার জন্য কোনও খামতি রাখতে চাইছে না এএফসি। টুর্নামেন্ট চলাকালীন, মাঠের প্রত্যেক ফুটবলারের গতিবিধি দেখার জন্য, ছয়টি ডেডিকেটেড ভিডিও ম্যাচ কর্মকর্তাদের সাতটি আলাদা লাইভ ক্যামেরা ফিডে অ্যাক্সেস দেওয়া থাকবে।
ভারতে হতে চলা মেয়েদের এএফসি এশিয়ান কাপে কোন কোন ক্ষেত্রে ভার এর সাহায্য নেওয়া হবে? ১. গোল/গোল বাতিল ২. পেনাল্টি/পেনাল্টি বাতিল ৩. সরাসরি লাল কার্ড ৪. ভুল করে দেওয়া লাল বা হলুদ কার্ড
রিভিউ করার পর, ভার প্রযুক্তি দৌলতে যদি কোনও ভুল স্পষ্ট করে দেখা যায়, সেক্ষেত্রে ফিল্ড রেফারিকে তাদের সিদ্ধান্ত বদল করার জন্য সুপারিশ করতে পারে ভার।
আরও পড়ুন: ISL 2021-22: কৃষ্ণা, শুভাশিস, ম্যাকহিউ কোভিড পজিটিভ, আইএসএল কি স্থগিত হতে পারে?
আরও পড়ুন: ISL 2021-22: আইএসএলে এ বার করোনার থাবা, আক্রান্ত বাগান ফুটবলার