AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2021-22: কৃষ্ণা, শুভাশিস, ম্যাকহিউ কোভিড পজিটিভ, আইএসএল কি স্থগিত হতে পারে?

বাগানের তিন ফুটবলার করোনা আক্রান্ত হয়ে পড়ার পর তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সব টিমের মধ্যেই। আয়োজকদের তরফেও দ্রুত বায়ো বাবল আরও কড়া করা হয়েছে।

ISL 2021-22: কৃষ্ণা, শুভাশিস, ম্যাকহিউ কোভিড পজিটিভ, আইএসএল কি স্থগিত হতে পারে?
ISL 2021-22: কৃষ্ণা, শুভাশিস, ম্যাকহিউ কোভিড পজিটিভ, আইএসএল কি স্থগিত হতে পারে?
| Edited By: | Updated on: Jan 08, 2022 | 5:30 PM
Share

কলকাতা: এক নয়, একাধিক ফুটবলার করোনা সংক্রমিত এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। আইএসএলের  (ISL)কোভিড বিধি অনুযায়ী নিয়মিত কোভিড টেস্ট বাধ্যতামূলক। চব্বিশ ঘণ্টা আগে যে টেস্ট করানো হয়েছে, তাতে দেখা গিয়েছে তিন ফুটবলার আক্রান্ত হয়ে পড়েছেন। রয় কৃষ্ণা (Roy Krishna), শুভাশিস বসু (Subhasish Bose) ও কার্ল ম্যাকহিউ (Carl McHugh) কোভিড পজিটিভ। ফুটবলারদের পরিবারে কেউ কেউ আক্রান্ত, এমনও শোনা যাচ্ছে। টিমের সঙ্গে সদ্য যোগ দেওয়া সন্দেশ ঝিঙ্গানেরও করোনা পজিটিভ। এরপরই শনিবার ওড়িশার বিরুদ্ধে বাগানের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশ্ন হল, ১৫ জানুয়ারি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কি খেলতে পারবেন সবুজ-মেরুন ফুটবলাররা? সেই সঙ্গে প্রশ্ন, আইএসএলের ভবিষ্যত্‍ কী হতে চলেছে?

বাগানের তিন ফুটবলার করোনা আক্রান্ত হয়ে পড়ার পর তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সব টিমের মধ্যেই। আয়োজকদের তরফেও দ্রুত বায়ো বাবল আরও কড়া করা হয়েছে। মোহনবাগানের সমস্ত ফুটবলার ঘরের বাইরে পা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক সঙ্গে লাঞ্চ বা ডিনার করাও যাবে না। টিম মিটিং আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। সবুজ-মেরুন শিবিরে ব্যাপক হারে করোনা ঢুকে পড়ল কেন, তা নিয়েও খোঁজখবর নিতে শুরু করেছে আয়োজকরা। বায়ো বাবল কোথাও শিথিল হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এরই মধ্যে আবার ওড়িশার অন্যতম মালিক রোহন শর্মার টুইট কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ। তিনি লিখেছেন, ‘আমার টিমের সমস্ত ফুটবলার ভালো এবং সুস্থ আছে। একটা টিমের ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদের।’ রোহন ঠিক কী ইঙ্গিত করতে চাইছেন? তাঁর অভিযোগের তির কি এটিকে মোহনবাগানের দিকে?

ঘটনা হল, গত পনেরো দিন হল আইএসএলে করোনা ঢুকে পড়েছে। সব টিমেরই দু-একজন করে প্লেয়ার আক্রান্ত হতে শুরু করেছিলেন। কিন্তু তাতেও আইএসএলের কোনও ম্যাচ বন্ধ করার মতো পরিস্থিতি দেখা দেয়নি। এটিকে মোহনবাগানের অনেক আগেই কিন্তু করোনার কোপে পড়েছে এফসি গোয়া। তাদের বেশ কিছু ফুটবলার করোনা আক্রান্ত হয়ে পড়ে। যে কারণে গত পাঁচ দিন প্র্যাক্টিস করেনি তারা। টিমও কার্যত আইসোলেশনে ছিল। আজ, শনিবার রাতে অবশ্য তারা ম্যাচ খেলতে নামবে চেন্নাইয়ের বিরুদ্ধে। তার আগে গোয়া টিমেরও র‍্যাপিড করোনা টেস্ট করা হয়েছে। রাতের ম্যাচ নিয়ে কিছুটা আশঙ্কা রয়ে গিয়েছে।

প্রশ্ন হল, আইএসএল যদি কোনও কারণে আই লিগের মতো কয়েক সপ্তাহ স্থগিত রাখতে হয়, তা হলে কী হবে? এফএসডিএল কিন্তু কোনও ভাবেই চাইছে না আইএসএল স্থগিত রাখতে। তার একটা বড় কারণ, এপ্রিলে শুরু হয়ে যাবে আইপিএল ১৫। আইএসএল পিছোলে সম্প্রচারকারী টিভি সংস্থার পক্ষে স্লট বের করা মুশকিল হবে। তার পরও যদি আইএসএল স্থগিত রাখতে হয়, তা হলে রবিবারের মতো শনি ও শুক্রবার ডাবল হেডার, অর্থাত্‍ দিনে দুটো করে ম্যাচ আয়োজন করে আইএসএল শেষ করার ভাবনা রয়েছে আয়োজকদের। তবে সব কিছুর আগে আইএসএলকে আবার স্যানিটাইজ় করে করোনামুক্ত করার লক্ষ্য ঝাঁপিয়ে পড়েছে এফএসডিএল।

আরও পড়ুন: ISL 2021-22: আইএসএলে এ বার করোনার থাবা, আক্রান্ত বাগান ফুটবলার