Virat on Ronaldo: “তুমি ঈশ্বরের উপহার, সর্বকালের সেরা”, বিদায়বেলায় রোনাল্ডোর উদ্দেশে বার্তা ‘ফ্যানবয়’ কোহলির

ভারতীয় ক্রিকেটের 'কিং' বিরাট কোহলি (Virat Kohli)। সোম সকালে সিআর সেভেনের উদ্দেশে আবেগী পোস্ট করে বিরাট লিখেছেন, "আমার চোখে তুমিই সর্বকালের সেরা।"

Virat on Ronaldo: তুমি ঈশ্বরের উপহার, সর্বকালের সেরা, বিদায়বেলায় রোনাল্ডোর উদ্দেশে বার্তা 'ফ্যানবয়' কোহলির
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 11:44 AM

দোহা: কিংবদন্তিদের জীবনেও না পাওয়ার যন্ত্রণা থাকে। পঞ্চমবার এবং কেরিয়ারের শেষ বিশ্বকাপে একরাশ স্বপ্ন নিয়ে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগালের হয়ে ফুটবলের সেরা মঞ্চে নতুন ইতিহাস লিখতে চেয়েছিলেন। কিন্তু হল কই! কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হার। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার শেষবারের মতো বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চ ছাড়লেন চোখের জলে। রয়ে গেল আক্ষেপ। যা আর কোনওদিন পূর্ণ হবে না। সেদিন রোনাল্ডোর সঙ্গে কেঁদেছিলেন তাঁর কোটি কোটি অনুরাগীরাও। প্রিয় ফুটবলারের হাতে বিশ্বকাপ ট্রফি দেখার স্বপ্ন বুনেছিলেন তাঁরাও। স্বপ্নভঙ্গের আঘাতটা তাঁদেরও অনুভূত হচ্ছে। বিদায়বেলায় তেমনই এক অনুরাগীর কাছ থেকে বার্তা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ভারতীয় ক্রিকেটের ‘কিং’ বিরাট কোহলি (Virat Kohli)। সোম সকালে সিআর সেভেনের উদ্দেশে আবেগী পোস্ট করে বিরাট লিখেছেন, “আমার চোখে তুমিই সর্বকালের সেরা।” বিরাট বার্তা তুলে ধরল TV9 Bangla

পাঁচবারের ব্যালন ডি’অর মালিকের উদ্দেশে বিরাটের টুইট, ” এই খেলা ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার অনুরাগীদের আপনি যা দিয়েছেন তা পরিমাপ করার সাধ্যি নেই একটা ট্রফি বা খেতাবের। মানুষের উপর আপনার প্রভাব কতটা তা কোনও খেতাব ব্যাখ্যা করতে পারে না। আপনাকে খেলতে দেখলেই আমি এবং আমার মতো আরও অনেকে সেটা অনুভব করতে পারি। এটা ঈশ্বরের দেওয়া উপহার।” পরের টুইটে বিরাট লেখেন, “আপনি যখনই খেলেন সেটা হৃদয় উজাড় করে। কঠিন পরিশ্রম এবং যে কোনও খেলোয়াড়ের কাছে আপনি অনুপ্রেরণা। আপনিই আমার কাছে সর্বকালের সেরা।” বিরাটের পোস্ট ছুঁয়ে গিয়েছে ক্রীড়াপ্রেমীদের। “একজন সর্বকালের সেরা ফুটবলারের প্রতি অন্য এক মহান খেলোয়াড়ের বার্তা।” বিরাটের পোস্টের নিচে এমনই প্রতিক্রিয়া অনুরাগীদের।

প্রথমবার সেমিফাইনালে ওঠার আনন্দে যখন মশগুল মরক্কো, তখন মাঠের অন্যদিকে চোখের জলে ভেসেছিলেন রোনাল্ডো। স্বপ্নভঙ্গের যন্ত্রণা ব্যথিত পর্তুগাল ফুটবলের রাজপুত্র। পরে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট লেখেন তিনি। স্বপ্নভঙ্গের যন্ত্রণার কথা বলেছেন তবে পর্তুগালের হয়ে তাঁর ভবিষ্যৎ নিয়ে হেঁয়ালি রেখে দিয়েছেন। ক্লাব ফুটবলেও এখনও পর্যন্ত রোনাল্ডোর পথ কোনদিকে বাঁক নেবে তা বোঝা যাচ্ছে না। সবমিলিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও অনুরাগীদের মনে তাঁকে নিয়ে প্রচুর প্রশ্ন।