AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশকে হারাতে না পারা যন্ত্রনার: স্টিমাচ

বৃহস্পতিবার শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে খেলবে ভারত (India)। ২০১৮ সালের সাফ কাপে (SAFF Championship) শেষ বার দেখা হয়েছিল দুই দলের।

বাংলাদেশকে হারাতে না পারা যন্ত্রনার: স্টিমাচ
রিকভারি সেশনে ভারতীয় দলের ফুটবলাররা। সৌ: টুইটার
| Edited By: | Updated on: Oct 06, 2021 | 7:38 AM
Share

মালে: ১০ জনের বাংলাদেশকে হারাতে না পারাটা ষন্ত্রনার। নিজে মুখেই এই কথা বলছেন ভারতীয় দলের ক্রোট কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। সাফ কাপের (SAFF Championship) প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করে কিছুটা হলেও চাপে রয়েছে ভারত (India)। সুনীলের (Sunil Chhetri) দল শুরু থেকে যতটা হালকা মেজাজে ছিল এখন তার ছিটে ফোটাও নেই। বরং সবাই ঢুকে পরেছেন সিরিয়াস বাবলে।

টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দলের কোচ বলেছিলেন কোন বিশেষ পরিকল্পনা নিয়ে তাঁর টুর্নামেন্ট নামছে না। যে পরিকল্পনা দলকে জয় এনে দেবে সেটাই করবেন তাঁরা। কিন্তু স্টিমাচের মন্তব্য আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্সের মধ্যে য অনেক অমিল সেটা ভালই টের পেয়েছেন বিশেষজ্ঞরা। সমস্যাটা কি বুঝতে পারছেন স্টিমাচ। হয়তো, তাইতো বলছেন, ”সব কিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল। খেলার দাপট দেখালাম আমরা। ১-০ গোলে এগিয়ে থাকলাম আমরা। তারপর প্রতিপক্ষকে ১০ জনে পেলাম। কিন্তু সব কিছুর পরও কোনও অজ্ঞাত কারণে ম্যাচটা জিততে পারলাম না। ম্যাচে অযোথা কিছু ভুল করেছি আমরা। আর সেটাই প্রতিপক্ষকে আত্মবিশ্বাস এনে দিল।”

পরের ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত। মঙ্গলবার রিকভারি সেশনে ছিলেন সুনীলরা। শুধু জিম। আজ আবার পুরো দমে অনুশীলন। প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা আহামরি না হলেও, অপরিচিত ধরে নেওয়া যায়। ২০১৮ সালের সাফ কাপে শেষ বার দেখা হয়েছিল দুই দলের। তাই সাবধানে পা ফেলার ভাবনায়া রয়েছেন স্টিমাচ। ” গ্রুপ পর্বে আমাদের সামনে আরও তিনটে ম্যাচ আছে। জিততেই হবে। বাংলাদেশের বিরুদ্ধে দল ৭৫ মিনিট দারুণ ফুটবল খেলেছে। কিন্তু ভুললে চলবে না আন্তর্জাতিক ফুটবলে ১৫ মিনিট অনেকটা সময়। তাই এই ১৫ মিনিটেও ভুল করলে চলবে না।”

শ্রীলঙ্কা (Sri Lanka) দুটি ম্যাচে খেলে দুটিতেই হেরেছে। গ্রুপে সবার নীচে তারা। টারটি গোল হজম করলেও ২টি গোল করেছে তারা। প্রতিপক্ষের এই ছোবল দেওয়ার ক্ষমতাটাই বোধহয় ইগর স্টিমাচের মাথা ব্যথার কারণ।

আরও পড়ুন : দেশের ফুটবল ম্যাচে গ্যালারিতে থাকবেন ইরানি মেয়েরা