Kolkata Derby, Live Streaming: শহরজুড়ে মরসুমের প্রথম ডার্বির উত্তাপ; কখন, কোথায়, কী ভাবে দেখবেন ইস্ট-মোহন লড়াই?
Durand Cup 2023, MBSG vs EBFC: চলতি ডুরান্ড কাপে এই প্রথম বার মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি।

কলকাতা: বড় ম্যাচের বিরাট আবেগ। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। চলতি ডুরান্ড কাপে (Durand Cup) এই প্রথম বার মুখোমুখি হতে চলেছে ময়দানের দুই প্রধান। ইস্ট-মোহনের জমজমাটি লড়াই দেখার অপেক্ষায় দুই ক্লাবের সমর্থকরা। ডার্বির মাহাত্ম্য কলকাতায় পা রাখার পর থেকে ভালোই টের পেয়েছিলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত। চলে এসেছে সেই বড় ম্যাচের দিন। এর আগে টানা ৮ বার মোহনবাগানের কাছে ডার্বিতে হেরেছে ইস্টবেঙ্গল। যদিও আগের থেকে খোলনলচে পাল্টে ফেলেছে ইস্টবেঙ্গল। তাও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) যে ইস্টবেঙ্গলের (East Bengal FC) থেকে অনেক এগিয়ে তা মেনে নিয়ে ডার্বির আগে সবুজ-মেরুনকে সমীহ করছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। অন্যদিকে এ বারের ডার্বি জিতে নবগ্রহে পৌঁছতে চায় পালতোলা নৌকা। বাগান শিবির যদিও প্রতিপক্ষকে কোনও অংশে খাটো করে দেখছে না। টিমের কম-বেশি সকলেই ফিট বলে বড় ম্যাচের জন্য প্রথম একাদশ বেছে নেওয়াটা কঠিন হতে চলেছে জানিয়েছেন ফেরান্দো। তারই মাঝে বাগান কোচ জানান, বড় ম্যাচে ৩ পয়েন্ট পেতে চায় তাঁর দল। একইসঙ্গে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো পাল্টে যাওয়া ইস্টবেঙ্গলকে হালকা ভাবে নিতে নারাজ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় কী ভাবে দেখবেন ডুরান্ড কাপে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ।
ডুরান্ড কাপে কলকাতা ডার্বি কবে?
চলতি ডুরান্ড কাপে ১২ অগস্ট, শনিবার মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল।
ডুরান্ড কাপে কলকাতা ডার্বি কোথায় অনুষ্ঠিত হবে?
১৩২তম ডুরান্ড কাপে মরসুমের প্রথম ডার্বি অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
ডুরান্ড কাপে কলকাতা ডার্বি কখন হবে?
চলতি ডুরান্ড কাপে কলকাতা ডার্বি হবে বিকেল ৪.৪৫ মিনিটে।
ডুরান্ড কাপে কলকাতা ডার্বি টেলিভিশনে কোথায় দেখতে পাবেন?
টেলিভিশনে এ বারের ডুরান্ড কাপের কলকাতা ডার্বি দেখা যাবে সোনি টেন-২ চ্যানেলে।
ডুরান্ড কাপে কলকাতা ডার্বি মোবাইলে কোথায় দেখা যাবে?
কলকাতা ডার্বি মোবাইলে দেখা যাবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে।





