AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo: রোনাল্ডোর নতুন ক্লাবের এই তথ্যগুলি জানা আছে?

আল নাসেরের দায়িত্ব এখন এক্স লিওঁ কোচ রুডি গার্সিয়ার হাতে। এর আগে এই ক্লাবে পরিচালনার দায়িত্বে ছিলেন ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও কানাভারো। এই মরসুমের এসপিএলে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর্সেনালোর প্রাক্তন গোলরক্ষক ডেভিড ওসপিনা চলতি মরসুমেই আল নাসেরে এসেছেন।

Cristiano Ronaldo: রোনাল্ডোর নতুন ক্লাবের এই তথ্যগুলি জানা আছে?
রোনাল্ডোর নতুন ক্লাবের এই তথ্যগুলি জানা আছে?Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jan 01, 2023 | 4:00 PM
Share

দোহা: বছর শেষে সিআর সেভেন ফ্যানদের জন্য খুশির খবর। বহু জল্পনার পর সৌদি আরবের ক্লাব আল নাসেরে (Al Nassr) গেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বকাপের (FIFA World Cup 2022) মাঝেই বহু তরজার পর,পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বিচ্ছেদ হয়েছিল তাঁর। রোনাল্ডো এতদিন ফ্রি ফুটবলার ছিলেন। তাঁর ক্লাব ফুটবলে অবস্থান নিয়ে একাধিক গুজব শোনা গিয়েছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সৌদির ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলেন সিআর সেভেন। আল নাসের সম্পর্কে বিস্তারিত তথ্য় তুলে ধরল TV9 Bangla।

২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদির ক্লাব আল নাসেরে ২০২৫ সাল পর্যন্ত থাকছেন রোনাল্ডো। ক্লাবের জার্সিতে খেলবেন আড়াই বছর। বাকী বছর গুলিতে কাতারের অ্যাম্বাসাডর হিসেবে দেখা যাবে তাঁকে। এত দিন আল নাসেরর সঙ্গে সে ভাবে পরিচয় ঘটেনি ফুটবল বিশ্বের। তবে রোনাল্ডোর জন্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আল নাসের। ১৯৫৫ সালে তৈরি হয়েছিল আল নাসের। সৌদির সর্বাধিক সাফল্য প্রাপ্ত দলের মধ্যে প্রথম তালিকায় রয়েছে এই ক্লাব। সৌদির নয়টি লিগ জিতেছে তারা। আল নাসেরের ঘরোয়া ম্যাচেও হাজির হন প্রায় ২৫ হাজার ফ্যান। মরুদেশে ও এতটাই জনপ্রিয়তা রোনাল্ডোর বর্তমান ক্লাবের।

আল নাসেরের দায়িত্ব এখন এক্স লিওঁ কোচ রুডি গার্সিয়ার হাতে। এর আগে এই ক্লাবে পরিচালনার দায়িত্বে ছিলেন ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও কানাভারো। এই মরসুমের এসপিএলে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর্সেনালোর প্রাক্তন গোলরক্ষক ডেভিড ওসপিনা চলতি মরসুমেই আল নাসেরে এসেছেন। পরবর্তী লিগে রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের জার্সিতে মাঠে দেখা যাবে তাঁকেও। রোনাল্ডোর হাত ধরেই খুলে যেতে পারে সৌদির ক্লাব আল নাসেরের ভাগ্যের দরজা, এমনটাই মত ফুটবল বিশ্বের একাংশের।