AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ballon d’Or 2021: দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে লেওয়ানডস্কি

ক্লাব ফুটবলে পিএসজিতে কেরিয়ার শুরুর আগে গত মরসুমে বার্সার হয়ে লা-লিগায় ৩০টা গোল করেছেন মেসি। জিতেছেন কোপা দেল রে। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফিও জিতেছেন এলএম টেন। কোপা আমেরিকায় দুরন্ত ছন্দে দেখা যায় মেসিকে। গোল্ডেন বুট আর গোল্ডেন বল দুটোই জেতেন তিনি। আজ রাতে প্যারিসে ব্যালন ডি'ওর জেতার দৌড়ে সবার আগেই রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

Ballon d'Or 2021: দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে লেওয়ানডস্কি
মেসি ও লেওয়ানডস্কি। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Nov 29, 2021 | 9:50 AM
Share

প্যারিস: আরও এক বার ইতিহাসের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি (Lionel Messi)। ৬ বারের ব্যালন ডি’ওর (Ballon d’Or) জয়ী আর্জেন্টাইন সুপারস্টার আরও একটা রেকর্ড গড়ার পথে দাঁড়িয়ে। আজ রাতে প্যারিসে ব্যালন ডি’ওর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেসির হাতে সম্মান উঠলেই সংখ্যাটা ৬ থেকে বেড়ে ৭ হবে।

তবে লিওনেল মেসির বাধা হয়ে উঠতে পারেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। মূলত পোলিশ স্ট্রাইকারের সঙ্গেই লড়াই আর্জেন্টাইন সুপারস্টারের। ২৯ ম্যাচে ৪১ গোল করার রেকর্ড রয়েছে লেওয়ানডস্কির। ভেঙেছেন গার্ড মুলারের (Gerd Muller) রেকর্ডও। গত বছর ফিফার বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছিলেন লেওয়ানডস্কি। কোভিডের কারণে গত বছর ব্যালন ডি’ওর সম্মান বাতিল হলেও, এ বার প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে। গত ১২ বছরে ১১ বারই ব্যালন ডি’ওর সম্মান উঠেছে মেসি (৬ বার) কিংবা রোনাল্ডোর (৫ বার) হাতে। ২০১৮ সালে এই সম্মান পান ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ (Luka Modric)।

ক্লাব ফুটবলে পিএসজিতে কেরিয়ার শুরুর আগে গত মরসুমে বার্সার হয়ে লা-লিগায় ৩০টা গোল করেছেন মেসি। জিতেছেন কোপা দেল রে। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফিও জিতেছেন এলএম টেন। কোপা আমেরিকায় দুরন্ত ছন্দে দেখা যায় মেসিকে। গোল্ডেন বুট আর গোল্ডেন বল দুটোই জেতেন তিনি। আজ রাতে প্যারিসে ব্যালন ডি’ওর জেতার দৌড়ে সবার আগেই রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ২০১৭ সালে শেষ বার ব্যালন ডি’ওর জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এ বারে ব্যালন ডি’ওর পুরস্কারের দৌড়ে মেসি-লেওয়ানডস্কির ধারে কাছে নেই সিআর সেভেন।

ব্যালন ডি’ওর পুরস্কারের দৌড়ে মেসি-লেওয়ানডস্কির সঙ্গে রয়েছেন করিম বেঞ্জেমা, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, জর্জিনহো, নেইমার, মোহামেদ সালাহ।

আরও পড়ুন: IPL 2022: আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আচমকাই ধোঁয়াশা, আইপিএল-১৫ ৯ দলের?