FIFA World Cup 2022: লিওনেল মেসিই কি সর্বকালের সেরা? ফুটবল বিশেষজ্ঞরা যা বলছেন…
Lionel Messi: সর্বকালের সেরা কী না, এর জন্য অবশ্য আরও বড় পরীক্ষা দিতে হবে মেসিকে। প্রয়োজন শুধু একটা বিশ্বকাপ ট্রফি। ক্লাবের হয়ে ৩৫টির বেশি ট্রফি জিতেছেন। দেশের হয়ে জিতেছেন কোপা আমেরিকা। রবিবার বিশ্বকাপ ফাইনাল জিতলে সর্বকালের সেরার তকমায় হয়তো সিলমোহর পড়বে।
লুসেইল: লিওনেল মেসিই কি সর্বকালের সেরা? এই নিয়ে বিতর্ক চলছে বহুবছর ধরেই। সমসাময়িক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনায় এসেছেন বারবার। কাতার বিশ্বকাপে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করেছেন লিও মেসি। তাঁর ম্যাজিকাল পাসে গোল করেছেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার জুলিয়ান আলভারেজ। অতীতে সর্বকালের সেরা ফুটবলার প্রসঙ্গ উঠলেই ভেসে আসতো ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা এবং ব্রাজিলের ফুটবল সম্রাট পেলের নাম। সে সব হয়তো আপাতত অতীত। গত ১৫ বছরের হিসাব জানান দেয় কিছু অন্য মতামত। এখন গোট অর্থাৎ ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ বা সর্বকালের সেরার লড়াই মানেই মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কী বলছেন ফুটবল বিশেষজ্ঞরা! তুলে ধরল TV9Bangla।
প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অপেক্ষা এখন দ্বিতীয় সেমিফাইনাল ফ্রান্স বনাম মরোক্কো ম্যাচের। কে হবে আর্জেন্টিনার মুখোমুখি? সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে মাঝ রাতেই। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেললেও ট্রফি জয়ের স্বপ্ন অধরা থেকে গেল তাঁর। অন্য দিকে, একের পর এক অনবদ্য পারফরম্যান্সে বিশ্বকাপ ফাইনালে লিও মেসি। কাতার বিশ্বকাপে এখনও অবধি ৬ ম্যাচে ৫টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন ৩৫ বছর বয়সি এই তারকা। বিশ্বকাপের মঞ্চে ১১টা গোল। গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাপিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বাধিক গোলদাতা এখন মেসি।
সেমিফাইনাল ম্যাচের পর ইংল্য়ান্ডের প্রাক্তন ডিফেন্ডার জেমি ক্য়ারাঘার টুইট করেন, ‘মেসিই হলেন সর্বকালের সেরা।’ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, “আমার কোনও সন্দেহ নেই যে, মেসিই সর্বকালের সেরা। আমি এটা প্রথম থেকেই বলে আসছি। আমি সত্যিই গর্বিত যে মেসির মতো একজন রয়েছে আর্জেন্টিনা দলে।” সেমিফাইনালের পর প্রেস কনফারেন্সে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেন, “মেসির সম্পর্কে বেশি কিছু বলার নেই, সর্বকালের সেরা প্লেয়ার ও। এই ম্যাচেও খুবই বিপজ্জনক ছিল। ওকে নিয়েই আশঙ্কা ছিল আমাদের।”
সর্বকালের সেরা কী না, এর জন্য অবশ্য আরও বড় পরীক্ষা দিতে হবে মেসিকে। প্রয়োজন শুধু একটা বিশ্বকাপ ট্রফি। ক্লাবের হয়ে ৩৫টির বেশি ট্রফি জিতেছেন। দেশের হয়ে জিতেছেন কোপা আমেরিকা। রবিবার বিশ্বকাপ ফাইনাল জিতলে সর্বকালের সেরার তকমায় হয়তো সিলমোহর পড়বে।