AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Qatar World Cup 2022: কাতার বিশ্বকাপের সর্বকনিষ্ঠ এবং বয়স্ক ফুটবলার এরা

এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হলেন ইউসুফা মৌকোকো। জার্মানির জার্সি গায়ে এই ফুটবলারকে দেখা যাবে কাতার বিশ্বকাপে।

Qatar World Cup 2022: কাতার বিশ্বকাপের সর্বকনিষ্ঠ এবং বয়স্ক ফুটবলার এরা
মৌকোকো এবং আলফ্রেডো
| Edited By: | Updated on: Nov 19, 2022 | 8:30 AM
Share

দোহা: কাতারে রবিবার থেকেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডর। ৩২ দেশের বিভিন্ন বয়সের ফুটবলাররা অংশ নেবেন বিশ্ব ফুটবলের সবথেকে বড় প্রতিযোগিতায়। এই বিশ্বকাপের সবথেকে বয়স্ক ফুটবলার কে এবং কনিষ্ঠ ফুটবলার কে? তার জানান দিল TV9 Bangla।

এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হলেন ইউসুফা মৌকোকো। জার্মানির জার্সি গায়ে এই ফুটবলারকে দেখা যাবে কাতার বিশ্বকাপে। ২০০৪ সালের ২০ নভেম্বর ক্যামেরুনে জন্ম হয়েছিল এই ফুটবলারের। ক্যামেরুনে জন্ম হলেও জার্মান নাগরিক তিনি। খেলেনও জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে। বিশ্বকাপের উদ্বোধনের দিন ১৮ বছরে পা দেবেন বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার। মৌকোকোর রোল মডেল হলেন মেসি। এই বয়সেই জার্মানির লিগে নিজের জাত চিনিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকনিষ্ঠ ফুটবলাররের রেকর্ডও তাঁর দখলে। ১৬ বছর ২৮ দিন যখন তাঁর বয়স, তখন বুন্দেশলিগায় অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু এই বয়সেই জার্মানির মতো দলে ডাক পেয়েছেন তিনি। এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হলেও, বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার নন তিনি। সেই রেকর্ড আয়ারল্যান্ডের নর্ম্যান হুইটসাইডের দখলে। তিনি মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে বিশ্বকাপে খেলেছিলেন। ১৯৮২ সালের বিশ্বকাপ ছিল তাঁর প্রথম বিশ্বকাপ।

মৌকোকোর থেকে প্রায় দুদশকের বড় কাতার বিশ্বকাপের সবথেকে বয়স্ক ফুটবলার আলফ্রেডো তালাভেরা। কাতার বিশ্বকাপের সময় তাঁর বয়স ৪০ বছর ২ মাস। মেক্সিকোর গোলরক্ষক তিনি। ২০০৩ সালে মাঝামাঝি সময় থেকে প্রথম ডিভিশনে খেলা শুরু করেছিলেন তিনি। তিনি যখন খেলা শুরু করেছেন তখন মৌকোকোর জন্মই হয়নি। কাতার বিশ্বকাপের সবথেকে বয়স্ক ফুটবলার হলেও বিশ্বকাপ ইতিহাসের সবথেকে বয়স্ক ফুটবলার নন তিনি। সেই রেকর্ড রয়েছে মিশরের গোলকিপার এসাম এল হাদারি দখলে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে এই রেকর্ড গড়েছেন তিনি। ৪৫ বছর ৫ নাস বয়সে রাশিয়া বিশ্বকাপ খেলেছিলেন হাদারি।