Indian Football: কলকাতায় প্রস্তুতি শিবির, ২৮ জন ফুটবলার পেলেন ডাক, মোহন-ইস্ট থেকে ক’জন?
Indian Football News: কলকাতার দুই প্রধান থেকেও রয়েছেন একাধিক প্লেয়ার। দুই প্রধান থেকে মোট ১০ ফুটবলার ডাক পেয়েছেন শিবিরে। একাধিক নিয়মিত ভারতীয় দলের ফুটবলার নেই সম্ভাব্য তালিকায়। একনজরে দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য তালিকা।

কলকাতা: এশিয়ান কাপ যোগ্যতা পর্বে হংকংয়ের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে তাইল্যান্ডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা। কলকাতায় প্রস্তুতি শিবির সারবে মানোলো মার্কেজের দল। ১৮ মে থেকে শুরু শিবির। তার আগে বুধবার ২৮ জনের সম্ভাব্য দল ঘোষণা করল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। একাধিক নতুন মুখ জায়গা পেয়েছেন সম্ভাব্য দলে। কলকাতার দুই প্রধান থেকেও রয়েছেন একাধিক প্লেয়ার। দুই প্রধান থেকে মোট ১০ ফুটবলার ডাক পেয়েছেন শিবিরে। মোহনবাগানের থেকে রয়েছেন ৮ জন। ইস্টবেঙ্গল থেকে ২ জন। একাধিক নিয়মিত ভারতীয় দলের ফুটবলার নেই সম্ভাব্য তালিকায়। একনজরে দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য তালিকা।
গোলরক্ষক: হৃতিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং , অমরিন্দর সিং।
ডিফেন্ডার: নওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ ঝিংগান, আশিস রাই, শুভাশিস বোস, মেহেতাব সিং, টেকচাম অভিষেক সিং, নিখিল প্রভু। মিডফিল্ডার: সুরেশ সিং, নওরেম মহেশ সিং, আয়ুষ দেব ছেত্রী, উদান্তা সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্দেস। ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, লালরিনজুয়ালা ছাংতে।
জিকসন, সাহাল, থাপার মতো ফুটবলাররা ডাক পাননি শিবিরে। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ভারতের পরবর্তী ম্যাচ ১০ জুন। হংকংয়ের বিপক্ষে। তার আগেই তাইল্যান্ডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল।





