দোহা: সিঙ্গলসের টিকিট আগেই পেয়ে গিয়েছিলেন, এ বার মিক্সড ডাবলসেও (mixed doubles) অলিম্পিকের (Tokyo Olympics) কোটা পেয়ে গেলেন শরথ কমল (Sharath Kamal)-মণিকা বাত্রা (Manika Batra) জুটি। দোহায় এশিয়ান কোয়ালিফিকেশনে কোরিয়ান জুটিকে ৪-২ হারালেন ভারতীয়রা।
#TOPSAthlete Mixed doubles pairing @sharathkamal1 and @manikabatra_TT have qualified for #Tokyo2020 after coming back from 2 games down to beat Korean pair Lee Sangsu and Jeon Jihee 4-2 at the Asian Olympic Qualifiers. Many congratulations! #TableTennis#JeetengeOlympics pic.twitter.com/qZRpOV8ixD
— SAIMedia (@Media_SAI) March 20, 2021
ফাইনালে ওঠাটা সহজ ছিল না ভারতীয় জুটির কাছে। সিঙ্গাপুরের জুটির বিরুদ্ধে ৫ গেমের ম্যাচ এক সময় ২-২ হয়ে গিয়েছিল। সেখান থেকে দারুণ ভাবে ফাইনালে উঠেছিলেন শরথ-মণিকা। বিশ্ব ক্রমপর্যায়ের ১৯ নম্বরে রয়েছেন ভারতীয় জুটি। ফাইনালে তাঁদের আর থামাতে পারেনি কোরিয়ান জুটি। খুব কম সময়ের মধ্যেই জিতে যান তাঁরা।
STOP PRESS:
Star Indian duo Sharath Kamal & Manika Batra for #Tokyo2020 Olympics in Mixed Doubles.
In Final of Asian Olympic Qualification Tournament, they knock OUT World No. 5 Korean pair 4-2 pic.twitter.com/9G4jfcyVB4— India_AllSports (@India_AllSports) March 20, 2021
আরও পড়ুন: জাতীয় রেকর্ড করে অলিম্পিক নিশ্চিত কমলপ্রীতের
ভারতীয় টিমের প্রথম সারির সমস্ত প্লেয়ারই অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ফেলেছেন। শরথ, সাতিয়ানের পাশাপাশি, বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়, মণিকারা নামবেন সিঙ্গলসে। তবে সিঙ্গলসের লড়াইটা সব সময় কঠিন। সে দিক থেকে আশার আলো দেখাতে পারেন শরথ-মণিকা জুটি। যদি এই দু’জন নিজেদের সেরাটা দিতে পারেন, তা হলে পদকের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। হাতে এখনও তিন মাস সময় আছে। তার মধ্যে নিজেদের তৈরি করে নিতে চাইছেন ভারতের ছেলে-মেয়েরা।
আরও পড়ুন: স্বপ্ন এ বার মুঠোয় ধরতে চান সুতীর্থা