AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vinesh Phogat: ভিডিয়ো: চোখের জল বাঁধ মানল না… দেশে ফিরতেই ফের কান্নায় ভেঙে পড়লেন বিনেশ ফোগাট

Watch Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিনেশ ফোগাটের দেশে ফেরার একাধিক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, তাঁকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য পৌঁছে গিয়েছিলেন ভারতীয় তারকা কুস্তিগির সাক্ষী মালিক ও বজরং পুনিয়া। তাঁদের কাছে পেয়ে বিনেশ কান্নায় একেবারে ভেঙে পড়েন।

Vinesh Phogat: ভিডিয়ো: চোখের জল বাঁধ মানল না... দেশে ফিরতেই ফের কান্নায় ভেঙে পড়লেন বিনেশ ফোগাট
Vinesh Phogat: ভিডিয়ো: চোখের জল বাঁধ মানল না... দেশে ফিরতেই ফের কান্নায় ভেঙে পড়লেন বিনেশ ফোগাটImage Credit: X
| Updated on: Aug 17, 2024 | 12:13 PM
Share

কলকাতা: প্যারিস থেকে দেশে ফিরলেন ভারতের চ্যাম্পিয়ন বিনেশ ফোগাট (Vinesh Phogat)। হ্যাঁ তিনি চ্যাম্পিয়নই। এ কথাই একবাক্যে ভারতীয় ক্রীড়াবিদরা বলছেন। প্যারিস অলিম্পিকে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার ফলে মেয়েদের ৫০ কেজি কুস্তির ফাইনালে নামতে পারেননি হরিয়ানার মেয়ে। তাঁর উপর দিয়ে গত কয়েকদিনে ঝড় বয়ে গিয়েছে। অলিম্পিক পদক মুঠোয় ভরার সামনে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তারপরও প্যারিস অলিম্পিক (Paris Olympics) থেকে খালি হাতে দেশে ফিরলেন বিনেশ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারই পৌঁছান বিনেশ। দেশে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন অলিম্পিয়ান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিনেশ ফোগাটের দেশে ফেরার একাধিক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, তাঁকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য পৌঁছে গিয়েছিলেন ভারতীয় তারকা কুস্তিগির সাক্ষী মালিক ও বজরং পুনিয়া। তাঁদের কাছে পেয়ে বিনেশ কান্নায় একেবারে ভেঙে পড়েন।

বিনেশ ফোগাটকে উত্তরীয়, ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। সকলের কাছে তিনি অলিম্পিক চ্যাম্পিয়ন। গলায় তাঁকে দেওয়া হয় নোটের মালাও। এক হুডখোলা গাড়িতে চড়ে দিল্লির বিমানবন্দর থেকে বেরোন বিনেশ। সেই গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন সাক্ষী মালিক ও বজরং পুনিয়া। তাঁরা বরাবর বিনেশের পাশে দাঁড়িয়েছেন। সংবাদসংস্থা পিটিআইয়ের শেয়ার করা ভিডিয়োতে বিনেশকে ওই গাড়ি থেকে বলতে শোনা যায়, ‘আমি আমার দেশের সকলকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা আমার লড়াইয়ে আমাকে সমর্থন করেছেন, পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ। আমাদের লড়াই এখানেই শেষ নয়।’

দিল্লি বিমানবন্দরে বিনেশের কান্নায় ভেঙে পড়ার এক ছবি শেয়ার করেছেন ভারতীয় বক্সার বিজেন্দর সিং। সেখানে দেখা যায় তিনি কান্নারত বিনেশের মাথায় হাত দিয়ে কিছু বলছেন। ছবিটির ক্যাপশনে বিজেন্দর লেখেন, ‘একবার যে চ্যাম্পিয়ন,সব সময় সে চ্যাম্পিয়ন।’