Bangla News Sports KKR Unbox programme ahead of Indian Premier League 2024, Check Photos
KKR NEW Jersey: নতুন মরসুমের জার্সি প্রকাশ্যে, নাইট ক্লাব মাতালেন স্টার্ক!
IPL 2024, KKR: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি আগেই শুরু করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কয়েকজন ঘরোয়া ক্রিকেটারকে নিয়ে মুম্বইয়ে নাইট রাইডার্স অ্যাকাডেমিতে প্রাক মরসুম প্রস্তুতি হয়। কয়েক দিন আগেই কলকাতায় পৌঁছেছে কেকেআর টিম। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন নাইটরা। যোগ দিয়েছেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও। একটি প্র্যাক্টিস ম্যাচও খেলেছেন। নতুন মরসুমে কেকেআরের জার্সি কেমন হবে? অনুষ্ঠানে জার্সিও প্রকাশ করল কেকেআর।