নিজের জন্মদিনে সন্তানের নামকরণ লোকেশ রাহুলের, ছবি পোস্ট করে নামের অর্থ জানালেন আথিয়া শেট্টি

গত ২৪ মার্চ লোকেশের সংসারে এসেছে লক্ষ্মী। সোশ্যাল মিডিয়াতেই সেই সুখবর জানিয়ে ছিলেন ক্রিকেটার লোকেশ ও তাঁর অভিনেত্রী স্ত্রী আথিয়া শেট্টি।

নিজের জন্মদিনে সন্তানের নামকরণ লোকেশ রাহুলের, ছবি পোস্ট করে নামের অর্থ জানালেন আথিয়া শেট্টি

|

Apr 18, 2025 | 4:43 PM

শুক্রবার, ৩৩ -এ পা রাখলেন ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল। আর এই শুভ দিনকেই বেছে নিলেন, আরেক শুভ কাজের জন্য। নিজের জন্মদিনেই নামকরণ করলেন, তাঁর ছোট্ট মিষ্টি মেয়ের। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী আথিয়া এবং মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে অনুরাগীদের জানিয়ে দিলেন, তাঁর মেয়ের নাম ইবারা। এই প্রথমবার মেয়ের ছবিও পোস্ট করলেন আথিয়া ও লোকেশ।

গত ২৪ মার্চ লোকেশের সংসারে এসেছে লক্ষ্মী। সোশ্যাল মিডিয়াতেই সেই সুখবর জানিয়ে ছিলেন ক্রিকেটার লোকেশ ও তাঁর অভিনেত্রী স্ত্রী আথিয়া শেট্টি। আর এপ্রিলেই সারলেন মেয়ের নামকরণ।

লোকেশ জানিয়েছেন, তাঁর মেয়ের নামের একটি সুন্দর একটি অর্থও রয়েছে। ইবারা নামে ভগবানের আশীর্বাদ বা উপহার। এই একটি সংস্কৃত শব্দ।

২০১৯ সালে ক্রিকেটার রাহুলকে মন দিয়েছিলেন বলিউড সুন্দরী আথিয়া শেট্টি। তবে নিজেরদের প্রেমকে বেশিদিন গোপনে রাখতে পারেননি তাঁরা। প্রেমে থাকতেই সোশাল মিডিয়ায় তাঁদের আদুরে মুহূর্ত তুলে ধরতেন আথিয়া ও রাহুল। তারপর ২০২৩ সালের ২৩ জানুয়ারি ছিমছাম বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন রাহুল ও আথিয়া। বিয়ের ২ বছর হতেই এবার দুই থেকে তিন হয়েছেন রাহুল ও আথিয়া।