কিপার এবিডিকেই চাইছেন হেসন
আরসিবির ডিরেক্টর (RCB Director) মাইক হেসন (Mike Hesson) বলেন, 'ডে ভিলিয়ার্স (De Villiers) কিপিং করতে খুব ভালোবাসে। ও সেটাই করতে চায়। ও থাকায় আমাদের বিকল্প অনেক বেড়ে যায়।'
বেঙ্গালুরু: বয়স যতই বাড়ুক, এখনও তিনি আগের মতোই ক্ষীপ্র। ফিটনেসেও বাকিদের অনায়াসে টেক্কা দিতে পারেন। ব্যাট হাতে ২২ গজে এখনও ভয়ঙ্কর। কিপিং গ্লাভস হোক কিংবা লং অন, লং অফ। ফিল্ডিংয়েও তাঁর স্কিল আগের মতোই ক্ষুরধার। বয়স তাঁর কাছে শুধুই একটা সংখ্যা। ৩৭-এও অপ্রতিরোধ্য এবি ডে ভিলিয়ার্স। আইপিএলে এখনও বিরাটের দলের ভরসার নাম এবিডি।
আরও পড়ুন: ফের করোনার হানা সৌরভের বাড়িতে
দলের প্রয়োজনে সব রকম ভূমিকাই পালন করেন ডে ভিলিয়ার্স। উইকেটকিপার এবিডি যেমন ক্ষীপ্র, ফিল্ডার এবিডিও তেমন সপ্রতিভ। বাউন্ডারি লাইনের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটি অসাধারণ ক্যাচ নিয়েছে ডে ভিলিয়ার্স। এখনও আইপিএলের অন্যতম সেরা ক্যাচের তালিকায় রয়েছে সেগুলি। আসন্ন আইপিএলেও উইকেটকিপার ডে ভিলিয়ার্সেই ভরসা রাখছে আরসিবি। গত আইপিএলেও বেশ কয়েকটি ম্যাচে কিপিং করেন এবিডি। দলের কম্বিনেশন ঠিক রাখতে এ বার অধিকাংশ ম্যাচেই কিপার ডি ভেলিয়ার্সকে দেখা যেতে পারে। উইকেটকিপার প্রসঙ্গে আরসিবির ডিরেক্টর (RCB Director) মাইক হেসন (Mike Hesson) বলেন, ‘ডে ভিলিয়ার্স (AB De Villiers) কিপিং করতে খুব ভালোবাসে। ও সেটাই করতে চায়। ও থাকায় আমাদের বিকল্প অনেক বেড়ে যায়। এ বার আমাদের দলে তরুণ উইকেটকিপার মহম্মদ আজহারউদ্দিনও আছে। সেও কিপিংয়ের পাশাপাশি ফিল্ডিং করতে পারে। এ ছাড়া কেএস ভরতও রয়েছে দলে।’
Bold Diaries: Virat Kohli to open for RCB in Vivo IPL 2021
Mike Hesson talks about Virat opening the batting, and ABD still being a wicket-keeping option for the team heading into the all-important IPL season!#IPL2021 #PlayBold #WeAreChallengers pic.twitter.com/TNFSlEtkEN
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 25, 2021
সোমবার থেকে আরসিবির প্রস্তুতি শিবির শুরু হবে। রবিবার দলের সঙ্গে টিম হোটেলে যোগ দেবেন এবি ডে ভিলিয়ার্স। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ করেই দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি। ৯ এপ্রিল থেকে শুরু আইপিএল। চিপকে প্রথম দিনই মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স-আরসিবি।