AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: মঙ্গলবারই মোহনবাগানের নতুন জার্সির উন্মোচন, থাকছে চমক

Mohun Bagan Super Giant New Jersey: নতুন মরসুম থেকেই নতুন নামে রেজিস্ট্রেশন হয় সবুজ-মেরুনের। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) নামে এ বার থেকে খেলতে দেখা যাবে শুভাশিস বসু, দিমিত্রি পেত্রাতোসদের।

Mohun Bagan: মঙ্গলবারই মোহনবাগানের নতুন জার্সির উন্মোচন, থাকছে চমক
মঙ্গলবারই মোহনবাগানের নতুন জার্সির উন্মোচন, থাকছে চমকImage Credit: Mohun Bagan Twitter
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 3:41 PM
Share

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার রাতেই বাগান জনতাকে সুখবর দিয়েছিলেন ইনভেস্টর প্রধান সঞ্জীব গোয়েঙ্কা। নতুন মরসুম থেকেই নতুন নামে রেজিস্ট্রেশন হয় সবুজ-মেরুনের। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) নামে এ বার থেকে খেলতে দেখা যাবে শুভাশিস বসু, দিমিত্রি পেত্রাতোসদের। নতুন মরসুমে ভালো ফলের জন্য এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে আইএসএল চ্যাম্পিয়নরা। এএফসি কাপে এ বার ভালো ফল করতে চায় মোহনবাগান (Mohun Bagan)। অগস্টেই এএফসি কাপের ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন। তাই জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন বাগান ফুটবলাররা। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্সও যোগ দিয়েছেন দলের অনুশীলনে। কোচ হুয়ান ফেরান্দো অনুশীলনে খামতি রাখতে নারাজ। ডুরান্ড কাপের সঙ্গেই রয়েছে এএফসি কাপের ম্যাচ। এরপরই আইএসএল। তবে সবুজ-মেরুনের লক্ষ্য এখন এএফসিতেই। রিজার্ভ দলও কলকাতা লিগে বেশ ভালো পারফর্ম করছে। সুহেল ভাট, ফারদিন আলি মোল্লরা ক্রমশ নিজেদের মেলে ধরছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মঙ্গলবার মোহনবাগানের নতুন মরসুমের জার্সি উন্মোচন হবে। আলিপুরে ইনভেস্টরের অফিসেই সবুজ-মেরুনের নতুন মরসুমের জার্সি উন্মোচন হবে। মোহনবাগান সুপার জায়ান্ট লোগো উন্মোচনের পর সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এ বার নয়া জার্সি ঘিরেও রয়েছে অনেক আগ্রহ। সবুজ-মেরুন জার্সিতেও থাকছে বিশেষ চমক। মঙ্গলবার দুপুরেই সেই জার্সি উন্মোচন হবে। বেশ জাকজমক ভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোহনবাগানের ফুটবলাররাও থাকবেন ওই জার্সি উন্মোচন অনুষ্ঠানে।

কয়েক মাস আগেই কলকাতায় আইপিএলের ম্যাচ খেলতে এসেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই দলেরও কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের আইএসএল জয়কে সম্মান জানিয়ে ইডেনে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নেমেছিল লখনউয়ের ক্রিকেটাররা। আলিপুরে আরপিএসজি অফিসেই লখনউয়ের সেই জার্সি উন্মোচন হয়েছিল। ইডেনে কেকেআর-লখনউ ম্যাচে অধিকাংশই চলে গিয়েছিল লখনউয়ের দখলে। সবুজ-মেরুন জার্সিতে সে দিন মাঠে ভিড় জমিয়েছিলেন বাগান সমর্থকরাও। নতুন মরসুমে মোহনবাগানের জার্সি ঘিরেও যে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।