AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Olympics: অলিম্পিকে স্বর্ণপদকে শুধু সোনা থাকে না, সঙ্গে রয়েছে কী; জানেন?

সেরার সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারলে অলিম্পিক থেকে পাওয়া যায় সোনার পদক। যা সেই অ্যাথলিটের দেশের জন্যও গর্বের। অলিম্পিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পান যথাক্রমে রুপো ও ব্রোঞ্জের পদক। অলিম্পিকের (Olympics) স্বর্ণপদকে পুরোটা সোনা থাকে না। সঙ্গে থাকে আরও অন্য এক জিনিস। জানেন তা কী?

Olympics: অলিম্পিকে স্বর্ণপদকে শুধু সোনা থাকে না, সঙ্গে রয়েছে কী; জানেন?
Olympics: অলিম্পিকে স্বর্ণপদকে শুধু সোনা থাকে না, সঙ্গে রয়েছে কী; জানেন?Image Credit: X
| Updated on: Jul 20, 2024 | 1:18 PM
Share

কলকাতা: প্যারিস অলিম্পিকের (Paris Olympics) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ নিয়ে চলছে আলোচনা। বিশ্বের সেরা হওয়ার লড়াইয়ে একঝাঁক অ্যাথলিটরা প্যারিসে নামবেন। একাধিক অ্যাথলিটের বছরের পর বছর ধরে কঠোর অনুশীলনের ফসল পাওয়ার পালা। সেরার সেরা পারফরম্যান্স তুলে ধরতে পারলে অলিম্পিক থেকে পাওয়া যায় সোনার পদক। এরপর যথাক্রমে রুপো ও ব্রোঞ্জের পদকও রয়েছে। প্রথম স্থানাধিকারী পান স্বর্ণপদক। যা সেই অ্যাথলিটের দেশের জন্যও গর্বের। অলিম্পিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পান যথাক্রমে রুপো ও ব্রোঞ্জের পদক। অলিম্পিকের (Olympics) স্বর্ণপদকে পুরোটা সোনা থাকে না। সঙ্গে থাকে আরও অন্য এক জিনিস। জানেন তা কী?

আসলে অলিম্পিকে যে সোনার পদক অ্যাথলিটদের দেওয়া হয়, তার মধ্যে বেশিরভাগই থাকে রুপো। একটি সোনার পদকে থাকে ৯২.৫ শতাংশ রুপো এবং প্রায় ৬ গ্রামের মতো থাকে পুরো সোনা। আসলে সোনার একটি পাত থাকে অলিম্পিকের স্বর্ণপদকে। যা বিশেষত ব্যবহার করা হয় সোনার পদকে চকচকে ভাগ আনার জন্য। কারণে অলিম্পিকের রুপোর পদক প্রায় সোনার সমানই হয়। গ্রেটেস্ট শো অন দ্য আর্থে যে রুপোর পদক দেওয়া হয়, তাতে উচ্চ মানের রুপো ব্যবহার করা হয়। তার গ্রেড ৯২.৫-১০০০। আর ব্রোঞ্জ পদকে ৯৫ শতাংশ তামা ও ৫ শতাংশ দস্তা থাকে।

অলিম্পিক পদকের দাম কত হয়? একটি অলিম্পিক পদক তৈরি করতে যা খরচ হয়, তার চেয়ে বহুগুণ বেশি দাম হয় সেই আসল পদকটির। এ বছর অলিম্পিকের পদক তৈরি করেছে Chaumet কোম্পানিটি। গত বারের তুলনায় এ বারের অলিম্পিক পদকের দাম বেশি। এ বার যেহেতু প্যারিসে হবে অলিম্পিক, তাই আইফেল টাওয়ারের অংশও পদকে রাখা হচ্ছে। এনবিসি স্পোর্টস অনুযায়ী প্যারিস অলিম্পিকের সোনার পদকের দাম ৭৫০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫১ হাজার টাকার কাছাকাছি। প্যারিস অলিম্পিকে রুপো ও ব্রোঞ্জ পদকের দাম যথাক্রমে ৪৫০ ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৭ হাজার টাকার কাছাকাছি) এবং ৫ ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০০-৫০০ টাকার কাছাকাছি)।