East Bengal: ক্লেটন-অস্কারের ঝামেলা চরমে! অশান্তির বাতাবরণে শুরু ইস্টবেঙ্গলের নতুন বছর
দিন তিনেক আগে রাজারহাটে অনুশীলনের সময় ক্লেটন সিলভার (Cleiton Silva) সঙ্গে ঝামেলা হয়েছিল কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon)। তার রেশ এখনও কাটেনি।

কলকাতা: নতুন বছরের প্রথম দিনে ফের ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে অশান্তি। দলের তারকা ক্লেটন সিলভার সঙ্গে আবার মতানৈক্য কোচ অস্কার ব্রুজোর। ফলে সেই দিক থেকে দেখতে গেলে বলা যায়, অশান্তির বাতাবরণে শুরু ইস্টবেঙ্গলের নতুন বছর। দিন তিনেক আগে রাজারহাটে অনুশীলনের সময় ক্লেটন সিলভার (Cleiton Silva) সঙ্গে ঝামেলা হয়েছিল কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon)। তার রেশ এখনও কাটেনি।
দিন তিনেক আগে ইস্টবেঙ্গল চেন্নাইয়ের বিরুদ্ধে একটি প্র্যাক্টিস ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে অস্কার সাবস্টিটিউট হিসেবে ক্লেটনকে নামিয়েছিলেন। পিছন থেকে খেলতে বলেন অস্কার। ক্লেটন ৩০-৪০ সেকেন্ড মাঠে ছিলেন। কোচের কথা মেনে নিতে পারেননি। এরপরই তাঁর সঙ্গে মতানৈক্য হয় ক্লেটনের। ঝামেলা হওয়ার পর প্র্যাক্টিস ছেড়ে সঙ্গে সঙ্গে ক্লেটন বেরিয়ে যান। এরপর আলাদা গাড়ি নিয়ে মাঠ থেকে চলে যান ক্লেটন। এই ঘটনা নিয়ে এমনিতেই সরগরম ইস্টবেঙ্গল। এ বার নববর্ষের দিন ফের একই ঘটনা।
নববর্ষের দিন ইস্টবেঙ্গলের মাঠে অনুশীলনের সময় কোচের সঙ্গে ঝামেলা হয় ক্লেটনের। এরপর আর ব্রাজিলিয়ান ফুটবলার অনুশীলন করেননি। এদিন সৌভিক চক্রবর্তী আলাদা করে ডেকে নিয়ে যান ক্লেটনকে, তাঁকে বোঝান। কিন্তু তারপরও প্র্যাক্টিস না করে বেরিয়ে যান ক্লেটন। ক্লেটন ও কোচ অস্কারের ঝামেলা প্রসঙ্গে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘এই বিবাদটা অনেক ভাল লক্ষ্মণ হতে পারে। সুভাষ ভৌমিকের আমলে এমন অনেক ঘটনাই ঘটেছে।’
এরই মাঝে ইস্টবেঙ্গলে সুষ্ঠুভাবে বার পুজো অনুষ্ঠিত হয়েছে। ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া সাইটে সেই ছবি শেয়ার করা হয়েছে।
Hon’ble Minister for Sports & Youth Affairs, Govt of West Bengal, Shri Aroop Biswas graced the ‘Bar Pujo’ ritual at our Club ground this afternoon. #JoyEastBengal #PoilaBoisakh pic.twitter.com/KPFNjaHi1d
— East Bengal FC (@eastbengal_fc) April 15, 2025





