Anant Jeet Singh Naruka: এশিয়াডে অভিষেকেই বাজিমাত, জোড়া পদক জয়ী অনন্তজিৎ বললেন, ‘বিশ্বাসই হচ্ছে না’
এই প্রথম বার এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নিলেন ভারতীয় শুটার অনন্তজিৎ সিং নারুকা (Anant Jeet Singh Naruka)। বছর ২৫ এর অনন্তজিৎ আজ হানঝাউ গেমসে পুরুষদের স্কিট ইভেন্টে জোড়া পদক পেয়েছেন। প্রথমে বুধবার সকালে পুরুষদের স্কিট-৫০র টিম ইভেন্টে গুরজ্যোৎ সিং খাঙুরা, অঙ্গদ বীর সিং বাজওয়ার সঙ্গে ব্রোঞ্জ পেয়েছিলেন অনন্তজিৎ। এরপর এই ইভেন্টের ব্যক্তিগত বিভাগে রুপো পেয়েছেন অনন্তজিৎ।
হানঝাউ: লক্ষ্যে অবিচল থাকলে সব সম্ভব। এই প্রথম বার এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নিলেন ভারতীয় শুটার অনন্তজিৎ সিং নারুকা (Anant Jeet Singh Naruka)। বছর ২৫ এর অনন্তজিৎ আজ হানঝাউ গেমসে পুরুষদের স্কিট ইভেন্টে জোড়া পদক পেয়েছেন। প্রথমে বুধবার সকালে পুরুষদের স্কিট-৫০র টিম ইভেন্টে গুরজ্যোৎ সিং খাঙুরা, অঙ্গদ বীর সিং বাজওয়ার সঙ্গে ব্রোঞ্জ পেয়েছিলেন অনন্তজিৎ। এরপর এই ইভেন্টের ব্যক্তিগত বিভাগে রুপো পেয়েছেন অনন্তজিৎ। মাত্র ২ পয়েন্টের জন্য সোনা হাতছাড়া হয়েছে অনন্তজিতের। অবশ্য তা নিয়ে আফশোস নেই জয়পুরের ছেলে অনন্তজিতের। এশিয়াডে অভিষেকে জোড়া পদক পেয়ে বিরাট খুশি অনন্ত। বলছেন, ‘এই মুহূর্তটা বিশ্বাসই হচ্ছে না।’ আর কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আগামিকাল অনন্তজিৎ সিংয়ের সামনে শুটিংয়ে আরও পদক জেতার সুযোগ রয়েছে। আজ, পুরুষদের স্কিটে জোড়া পদক পাওয়া অনন্তজিৎ সংবাদ সংস্থা এএনআইকে তাঁর অনুভূতির কথা জানান। তিনি বলেন, ‘দারুণ অনুভূতি, একেবারে অবাস্তব। আমার শুটিংয়ের সেরা দিনগুলির মধ্যে একটা আজ। এই অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। মজাও করেছি আমরা।’
জোড়া পদক পেয়ে তৃপ্ত অনন্তজিৎ সিং বলেন, ‘পুরুষদের স্কিটে টিম ইভেন্টে এ বারের এশিয়ান গেমসে প্রথম পদক পাওয়ায় আমি বিরাট খুশি। আমাদের জন্য এটা বিরাট ব্যাপার। তারপর ব্যক্তিগত বিভাগে যে পদক পেলাম, সেটাও আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। আমি এই প্রথম বার এশিয়ান গেমসে অংশ নিয়েছি। দলের সকলের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছি। টিমে দারুণ পরিবেশ উপভোগ করি।’
#WATCH | Hangzhou Asian Games 2023 | On winning a silver medal in the men’s skeet event, India Athlete Anant Jeet Singh Naruka says, “…I am very happy with the team medal… It is our first team medal. It is a big thing for us… And then the first individual medal was also… pic.twitter.com/B049QWtwXA
— ANI (@ANI) September 27, 2023
বিশ্ব ব়্যাঙ্কিংয়ে পুরুষদের স্কিটে অনন্তজিৎ সিং নারুকা রয়েছেন ৫৪ নম্বরে। ২০১২ সাল থেকে শুটিংয়ের সঙ্গে যুক্ত। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১ বার রুপো পেয়েছেন তিনি। এবং আইএসএসঅফ জুনিয়র কাপে এক বার ব্রোঞ্জ পেয়েছেন তিনি।