AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023 Schedule Today, 30 September: প্রত্যাশার ‘ভার’ তুলবেন মীরাবাঈ, গোল্ড মেডেল ম্যাচে ভারত-পাকিস্তান, রইল আজকের সূচি

Asian Games 2023 Day-12 Schedule in Bengali: অ্যাথলেটিক্স: মেয়েদের হেপ্টাথলন (স্বপ্না বর্মণ, নন্দিনী আগাসরা) সকাল ৬.৩০ থেকে। পুরুষদের লং জাম্প (মুরলী শ্রীশঙ্কর, জসউইন অলড্রিন) সকাল ৬.৩৫ থেকে। মেয়েদের ১০০ মিটার হার্ডলস হিট (জ্যোতি ইয়ারাজি, নিত্যা রামরাজ) সকাল ৬.৩০ থেকে। পুরুষদের ১৫০০ মিটার হিট (অজয় কুমার সরোজ, জিনসেন জনসন) সকাল ৭.০৫, মেয়েদের ৪০০ মিটার ফাইনাল (ঐশ্বর্য কৈলাস মিশ্র) বিকেল ৫.৩০ থেকে।

Asian Games 2023 Schedule Today, 30 September: প্রত্যাশার 'ভার' তুলবেন মীরাবাঈ, গোল্ড মেডেল ম্যাচে ভারত-পাকিস্তান, রইল আজকের সূচি
Image Credit: X
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 12:39 AM
Share

কলকাতা: এশিয়ান গেমসে শুক্রবার শুরু হয়েছে অ্যাথলেটিক্সের ইভেন্ট। এ বারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন কিরণ বালিয়া। আজ নামছেন ভারোত্তলক মীরাবাঈ চানু। এশিয়ান গেমসে তাঁর প্রথম পদকের লক্ষ্যে। ৪৯ কেজি বিভাগে চানু ফেভারিট হলেও চিন্তার বিষয় তাঁর স্ন্যাচ। মীরাবাঈয়ের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁদের প্রত্যেকেই স্ন্যাচে এগিয়ে। ফেভারিট হলেও তাই চিন্তা থাকছেই। আজ বক্সিংয়ে নজর থাকবে লভলিনা বরগোহাইয়ের দিকে। তেমনই জোড়া ভারত-পাকিস্তান ম্যাচ। পুরুষদের হকিতে গ্রুপের ম্যাচে নামছে দু-দল। তবে আকর্ষণ স্কোয়াশে গোল্ড মেডেল ম্যাচ। সেখানেও মুখোমুখি ভারত-পাকিস্তান। টেনিসে গোল্ড মেডেলের সুযোগ মিক্সড ডাবলসে। রোহন বোপান্না-রুতুজা ভোসলে জুটি নামছে ফাইনালে। এশিয়ান গেমসে আজ ভারতের সূচি বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এক নজরে ভারতের সূচি ও সময়

  1. 3X3 বাস্কেটবল: পুরুষদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার ম্যাচ, ভারত বনাম ইরান, সকাল ১০.৫৫। মেয়েদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার ম্যাচ, ভারত বনাম মালয়েশিয়া। দুপুর ১টা থেকে। কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করলে ম্যাচ দুটি বিকেল ৩.৩০ থেকে।
  2. অ্যাথলেটিক্স: মেয়েদের হেপ্টাথলন (স্বপ্না বর্মণ, নন্দিনী আগাসরা) সকাল ৬.৩০ থেকে। পুরুষদের লং জাম্প (মুরলী শ্রীশঙ্কর, জসউইন অলড্রিন) সকাল ৬.৩৫ থেকে। মেয়েদের ১০০ মিটার হার্ডলস হিট (জ্যোতি ইয়ারাজি, নিত্যা রামরাজ) সকাল ৬.৩০ থেকে। পুরুষদের ১৫০০ মিটার হিট (অজয় কুমার সরোজ, জিনসেন জনসন) সকাল ৭.০৫, মেয়েদের ৪০০ মিটার ফাইনাল (ঐশ্বর্য কৈলাস মিশ্র) বিকেল ৫.৩০ থেকে। পুরুষদের ৪০০মিটার ফাইনাল (মহম্মদ আজমল) বিকেল ৫.৪০ থেকে। পুরুষদের ১০হাজার মিটার ফাইনাল (কার্তিক কুমার, গুলবীর সিং) বিকেল ৫.৫০ থেকে।
  3. ব্যাডমিন্টন: পুরুষদের টিম ইভেন্ট সেমিফাইনাল, ভারত বনাম কোরিয়া, দুপুর ২.৩০ থেকে।
  4. বক্সিং: মেয়েদের ৫৪ কেজি কোয়ার্টার ফাইনাল (প্রীতি) সকাল ১১.৩০টা, মেয়েদের ৭৫ কেজি কোয়ার্টার ফাইনাল (লভলিনা বরগোহাই), দুপুর ১২.১৫ থেকে। পুরুষদের ৫৭ কেজি রাউন্ড অফ ১৬ (সচিন সিবাচ) দুপুর ১টা, পুরুষদের +৯২ কেজি কোয়ার্টার ফাইনাল (নরেন্দ্র) দুপুর ২.১৫ থেকে। পুরুষদের ৭১ কেজি কোয়ার্টার ফাইনাল (নিশান্ত দেব) সন্ধ্যা ৬.৩০ থেকে।
  5. ব্রিজ (তাস): পুরুষ, মহিলা, মিক্সড টিম রাউন্ড রবিন ২। সকাল ৬.৩০ থেকে।
  6. ক্যানোয়িং: বেশ কিছু স্প্রিন্ট রেস হিট ও সেমিফাইনাল, সকাল ৭টা থেকে।
  7. দাবা: পুরুষদের টিম রাউন্ড ২ (গুকেশ, বিদিত গুজরাটি, অর্জুন এরিগাসি, পেন্টালা হরিকৃষ্ণ, রমেশবাবু প্রজ্ঞানন্দ), দুপুর ১২.৩০ থেকে। মেয়েদের টিম ইভেন্ট রাউন্ড ২ (কোনেরু হাম্পি, হরিকা দ্রোণবল্লী, বৈশালি রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী) দুপুর ১২.৩০ থেকে।
  8. ডাইভিং: পুরুষদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ফাইনাল (লন্ডন সিং হেমম, সিদ্ধার্থ বজরং পরদেশী) বিকেল ৫টা থেকে।
  9. ইকুয়েস্ট্রিয়ান: টিম ও ব্যক্তিগত ইভেন্ট (অপূর্ব কিশোর দাবাড়ে, বিকাশ কুমার, আশিস বিবেক লিমায়ে) সকাল ৫.৩০ থেকে।
  10. গল্ফ: পুরুষদের ব্যক্তিগত ও টিম ইভেন্ট রাউন্ড ৩, অনির্বাণ লাহিরি, এসএসএসপি চৌরাসিয়া, খালিন যোশী, শুভঙ্কর শর্মা, ভোর ৪টা থেকে।
  11. মেয়েদের ব্যক্তিগত এবং টিম ইভেন্ট, রাউন্ড ৩, প্রণবী, অবনী প্রশান্ত, অদিতি অশোক, ভোর ৪টে।
  12. হ্যান্ডবল: মেয়েদের প্রাথমিক পর্ব, ভারত বনাম নেপাল, সকাল ১১.৩০ থেকে।
  13. হকি: পুরুষদের গ্রুপ পর্ব, ভারত বনাম পাকিস্তান, সন্ধে ৬.১৫।
  14. কুরাশ: পদকের ইভেন্ট, পুরুষদের -৬৬ কেজি, সকাল ৭টা থেকে, মেডেল ইভেন্ট সকাল ১১.৩০ থেকে। মহিলাদের -৫২ কেজি, সকাল ৭টা থেকে, পদকের ইভেন্ট সকাল ১১.৩০ থেকে।
  15. রোলার স্কেটিং: পদকের ইভেন্ট-মেয়েদের স্পিড স্কেটিং ১০হাজার মিটার পয়েন্ট এলিমিনেশন রেস ফাইনাল, সকাল ৬.৩০ থেকে। পুরুষদের স্পিড স্কেটিং ১০হাজার মিটার পয়েন্ট এলিমিনেশন রেস ফাইনাল সকাল ৭.০৫ থেকে।
  16. শুটিং: পদকের ইভেন্ট- মিক্সড টিম ১০মিটার এয়ার পিস্তল যোগ্যতা অর্জন, টিম মেডাল এবং ব্যক্তিগত ফাইনাল (দিব্যা, সরবজ্যোৎ সিং), পুরুষদের ট্র্যাপ যোগ্যতা অর্জন, টিম এবং ব্যক্তিগত পর্ব, সকাল ৬.৩০ থেকে। মেয়েদের ট্র্যাপ যোগ্যতা অর্জন, টিম এবং ব্যক্তিগত পর্ব, সকাল ৬.৩০ থেকে।
  17. স্কোয়াশ: পুরুষদের গোল্ড মেডেল ম্যাচ, ভারত বনাম পাকিস্তান, দুপুর ১টা থেকে।
  18. টেবল টেনিস: পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনাল, (মানুষ শাহ/ মানব ঠাক্কর), সকাল ৯.৩০ থেকে। মেয়েদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল (মণিকা বাত্রা) সকাল ৯.৩০ থেকে, মেয়েদের ডাবলস কোয়ার্টার ফাইনাল, (সৃজা আকুলা/দিয়া চিতালে, সুতীর্থা মুখোপাধ্যায়/ ঐহিকা মুখোপাধ্যায়), দুপুর ১.৩০ থেকে।
  19. টেনিস : পদকের ইভেন্ট- মিক্সড ডাবলস ফাইনাল (রোহন বোপান্না/রুতুজা ভোসলে), সকাল ৯.৩০।
  20. ভলিবল: মেয়েদের প্রাথমিক পর্ব পুল এ, ভারত বনাম কোরিয়া, সকাল ৮টা থেকে।
  21. ভারোত্তোলন: মেয়েদের ৪৯ কেজি (মীরাবাঈ চানু) সকাল ৬.৩০ থেকে (ফাইনাল দুপুর ১২.৩০ থেকে)। মেয়েদের ৫৫ কেজি (বিন্দিয়ারানী দেবী) সকাল ৬.৩০ থেকে (ফাইনাল বিকেল ৪.৩০ থেকে)