Asian Games 2023: এশিয়ান গেমস টেবল টেনিসে শেষ-১৬য় হরমীতরা, জয় সুতীর্থাদেরও
Asian Games 2023, Table Tennis: চলতি এশিয়ান গেমসে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় টেনিস তারকারা। এশিয়াড টিটিতে ভারতের পুরুষ ও মহিলা দল একের পর এক ম্যাচ জিতে এগিয়ে চলেছে। পুরুষদের দলগত ইভেন্টের শেষ-১৬-তে পৌঁছে গিয়েছে ভারত। পাশাপাশি ভারতের মহিলা টিটি টিমও পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে।
হানঝাউ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) শুভ উদ্বোধন আজ, শনিবার। অবশ্য এশিয়াডের টিম ইভেন্টগুলি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলতি এশিয়ান গেমসে টেবল টেনিসে এগিয়ে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। টিটিতে একের পর এক ম্যাচ জিতে পদকের প্রত্যাশা বাড়াচ্ছেন ভারতীয় প্যাডলাররা। আজ, ২৩ সেপ্টেম্বর টেবল টেনিসে (Table Tennis) পুরুষ ও মহিলাদের দলগত ম্যাচ ছিল। দিনের শুরুতে সুতীর্থা-ঐহিকারা নেপালকে দাপটের সঙ্গে হারিয়েছে। পুরুষদের দলগত ম্যাচে হরমীত-মানবরা হারিয়েছেন তাজাকিস্তানকে। এই দুই ম্যাচের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি এশিয়ান গেমসে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় টেনিস তারকারা। এশিয়াড টিটিতে ভারতের পুরুষ ও মহিলা দল একের পর এক ম্যাচ জিতে এগিয়ে চলেছে। একদিকে পুরুষদের দলগত ইভেন্টের শেষ-১৬-তে পৌঁছে গিয়েছে ভারত। পাশাপাশি ভারতের মহিলা টিটি টিমও পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে।
গ্রুপ-এফ এর ম্যাচে ভারতের মহিলা টিটি প্লেয়াররা স্ট্রেট গেমে হারিয়েছেন নেপালকে। ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। ভারতীয় মহিলা দলের হয়ে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দিয়া পরাগ চিতালে এবং নেপালের সিক্কা শ্রেষ্ঠা। মাত্র ১৩ মিনিটে শ্রেষ্ঠাকে ১১-১, ১১-৬ ও ১১-৮ ব্যবধানে হারান দিয়া। তিনি শুরুটা ভালো করার পর ছন্দ হারাননি ঐহিকা মুখোপাধ্যায়ও। মেয়েদের টিটিতে দ্বিতীয় ম্যাচে নবিতা শ্রেষ্ঠাকে ১১-৩, ১১-৭ ও ১১-২ ব্যবধানে হারান ঐহিকা। পরপর ২টো ম্যাচ জিতে দারুণ জায়গায় পৌঁছে যায় ভারত। তৃতীয় রাউন্ডে ইভানা থাপা মাগারকে দাপটের সঙ্গে হারান সুতীর্থা। ম্যাচের ফল ১১-১, ১১-৫, ১১-২ সুতীর্থার পক্ষে। এর আগে মেয়েদের টিটিতে প্রথম ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল ভারত। ওই ম্যাচে শেষ অবধি সিঙ্গাপুরের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জেতে ভারতের মহিলা প্যাডলাররা।
গ্রুপ-এফ এ ভারতীয় পুরুষ দল আজ নেমেছিল তাজাকিস্তানের বিরুদ্ধে। ৩-০ ব্যবধানে জিতেছেন হরমীতরা। ভারতীয় পুরুষ টিটি টিমের হয়ে প্রথম ম্যাচে নামেন মানব বিকাশ ঠক্কর ও আফজালখান মাহমুদভ। প্রথম গেমের শুরুটা ভালো করেন মানব। অবশ্য ভালো লড়াই করেন আফজালখান। শেষ অবধি ৮ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১১-৮ ব্যবধানে প্রথম গেম জেতেন মানব। এরপর দ্বিতীয় গেম চার মিনিটের বের করেন মানব। তিনি জেতেন ১১-৫ ব্যবধানে। তৃতীয় গেমে আবার হাড্ডাহাড্ডি লড়াই হয় মানব ও আফজালখানের। একসময় তৃতীয় গেমের স্কোরলাইন দাঁড়ায় ৭-৭। শেষ অবধি ১১-৮ ব্যবধানে তৃতীয় গেম জিতে ভারতকে তাজাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে দেন মানব।
পুরুষদের টিটিতে দ্বিতীয় ম্যাচে মানুশ উৎপলভাই শাহ হারান উবায়দুল্লো সুলতানভেকে। টানটান ওই ম্যাচে একসময় স্কোরলাইন দাঁড়ায় ৯-৯। শেষ অবধি মানুশ প্রথম গেম জেতেন ১৩-১১ ব্যবধানে। এরপর দ্বিতীয় গেমে মানুশ জেতেন ১১-৮ এবং তৃতীয় ও শেষ গেমে তিনি জেতেন ১১-৫ ব্যবধানে। এরপর তৃতীয় ম্যাচে হরমীত দেশাই নামেন ইব্রোখিম ইসমাইলজোডার বিরুদ্ধে। তাঁদের প্রথম গেম টেকে ৬ মিনিট। তাতে হরমীত দাপটের সঙ্গে জেতেন ১১-৩ ব্যবধানে। ৪ মিনিটে দ্বিতীয় গেম ১১-৩ ব্যবধানে জিতে নেন ভারতীয় তারকা টেনিস তারকা। এরপর তৃতীয় গেম শেষ হয় ৪ মিনিটে, তাতে হরমীত জেতেন ১১-৫ ব্যবধানে। মানব, মানুশ ও হরমীত পরপর তিন ম্যাচ জেতায় জি সাথিয়ান ও শরথ কমলকে আর নামতে হয়নি। ভারতীয় পুরুষ টিটি দল এশিয়ান গেমসের শেষ ১৬-তে পৌঁছে গিয়েছে।