Asian Games 2023 Team India Medals Tally: সোনা-হীন একদিন! পদক তালিকায় চতুর্থ স্থানেই ভারত
Asian Games 2023 Medals Table 2 October in Bengali: সোমবার এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে সাতটি পদক। ৩০০০ মিটার স্টিপলচেজে পারুল ও প্রীতি যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ আনেন। লং জাম্পার অ্যান্সির ঝুলিতে রুপো। সুতীর্থা-ঐহিকা ব্রোঞ্জ। ভারতের ঝুলিতে ১৩টি সোনাস ২৪টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ। সোনার সংখ্যা না বাড়লেও মোট সংখ্যা ৬০-এ পৌঁছে যাওয়া আনন্দের। গত এশিয়ান গেমসে জাকার্তায় ৭০টি পদক এনেছিল ভারত।

কলকাতা: এশিয়ান গেমসে সার্বিক পদক তালিকায় চতুর্থ স্থানেই রইল ভারত। তবে সোমবার আসেনি কোনও সোনার পদক। এটিই কিছুটা হতাশার। সোমবার এল মোট সাতটি পদক। হানঝাউ গেমসে মোট পদক সংখ্য়া দাঁড়াল ৬০। একশো ছুঁতে রইল বাকি ৪০। সোমবার ব্রোঞ্জেও ইতিহাস গড়েছে ভারত। টেবল টেনিসে ঐতিহাসিক পদক বঙ্গকন্যা সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়ের। এশিয়ান গেমস টেবল টেনিসে মেয়েদের ডাবলসে প্রথম পদক এল এই জুটির সৌজন্যে। সেমিফাইনালে চোয়ালচাপা লড়াই করলেও অল্পের জন্য ফাইনালে উঠতে ব্যর্থ সুতীর্থারা। ভারতের আর কী প্রাপ্তি সোমবার, সব মিলিয়ে পদক তালিকার চিত্রটাই বা কেমন! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সোমবার এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে সাতটি পদক। ৩০০০ মিটার স্টিপলচেজে পারুল ও প্রীতি যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ আনেন। লং জাম্পার অ্যান্সির ঝুলিতে রুপো। সুতীর্থা-ঐহিকা ব্রোঞ্জ। ভারতের ঝুলিতে ১৩টি সোনাস ২৪টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ। সোনার সংখ্যা না বাড়লেও মোট সংখ্যা ৬০-এ পৌঁছে যাওয়া আনন্দের। গত এশিয়ান গেমসে জাকার্তায় ৭০টি পদক এনেছিল ভারত।
রবিবার শুটিং এবং অ্যাথলেটিক্সে ১৫টি পদকের সৌজন্যে হাফসেঞ্চুরি পেরিয়ে গিয়েছিল ভারত। সোমবার অ্যান্সিদের পদকের সঙ্গে যোগ হয় মেয়েদের স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলে রেসে টিম ইভেন্টে ব্রোঞ্জ। পুরুষদের টিমও ব্রোঞ্জ আনে। 4X400 মিটার রিলে রেসে প্রাথমিক ভাবে ব্রোঞ্জ এলেও শ্রীলঙ্কা ডিসকোয়ালিফাই হওয়ায় তা রুপোয় পরিবর্তিত হয় ভারতের।
সার্বিক পদক তালিকায় শীর্ষে রয়েছে চিন। ১৪৭টি সোনা, ৮১টি রুপো এবং ৪২টি ব্রোঞ্জ। সব মিলিয়ে তাদের পদক সংখ্যা ২৭০। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। তাদের ঝুলিতে মোট ১২২টি পদক। এর মধ্যে ৩৩টি সোনা, ৪৪টি রুপো এবং ৪৫টি ব্রোঞ্জ। তৃতীয় স্থানে উত্তর কোরিয়া। ৩১টি সোনা, ৩৯টি রুপো এবং ৬৩টি ব্রোঞ্জ, সব মিলিয়ে ১৩৩টি পদক। ভারত ৬০টি পদক নিয়ে চতুর্থ স্থানে।
