ইয়াঙ্কটন: অলিম্পিকে (Olympics) জুটি বেঁধে নামার কথা ছিল তাঁদের। কিন্তু ব়্যাঙ্কিংয়ের কারণে শেষ পর্যন্ত তা হয়নি। বিশ্বকাপ ফাইনালে (Archery World Cup Final) অবশ্য আর্চারি দম্পতি নিজের নিজের ইভেন্টে নেমেছিলেন, অলিম্পিকের দু’মাস পর। কিন্তু পদকের ঝলক দেখাতে পারলেন না তাঁরা। ব্যক্তিগত ইভেন্টের ব্রোঞ্জ ম্যাচে হেরে গেলেন অতনু দাস (Atanu Das) ও দীপিকা কুমারী (Deepika Kumari)।
বিশ্বকাপ ফাইনালে কোনও ভারতীয় আর্চারই স্বপ্ন দেখাতে পারেননি। ব্যক্তিগত ইভেন্টে নিরাশ করার পর একমাত্র আশা ছিলেন দীপিকা ও অতনু, তাঁদের ইভেন্টে যদি পদক আসে। সেই সম্ভাবনা তৈরিও হয়েছিল। কিন্তু তা হল না। কোনও কোচ ছাড়াই ভারতীয় টিম গিয়েছিল বিশ্বকাপ ফাইনাল খেলতে। আমেরিকার ইয়াঙ্কটনের তীব্র ঠান্ডা আর হাওয়ার সঙ্গে যুঝতে পারেননি তাঁরা।
শুরুটা ভালোই করেছিলেন বাংলার ছেলে। ব্যক্তিগত ইভেন্টে অতনু ৬-০ হেরে যান অলিম্পিক চ্যাম্পিয়ন মেটে গাজোজের কাছে। আর দীপিকা সেমিফাইনালে হারেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া রাশিয়ান আর্চার ইলিনা ওসিপোভার কাছে।
অলিম্পিকের আগে বিশ্বের এক নম্বর আর্চার ছিলেন দীপিকা। কিন্তু পদক জিততে না পারায় ব়্যাঙ্কিংয়ে দুইয়ে নেমে গিয়েছেন তিনি। তবে আর্চারি বিশ্বকাপে যথেষ্ট সাফল্য রয়েছে তাঁর। চারবার ব্রোঞ্জ পেয়েছেন, একবার রুপো। সব মিলিয়ে আটবার নেমেছেন বিশ্বকাপ ফাইনালে। তবু অভিজ্ঞতা কাজে লাগাতে পারলেন না। তার পিছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে কোচ না থাকা। দীপিকার ছেলেবেলার কোচ বি শ্রীনিবাস রাওয়ের যাওয়ার কথা ছিল ইয়াঙ্কটনে। কিন্তু অজানা কারণে তিনি যেতে পারেননি সেখানে।
আরও পড়ুন: মেসির হোটেলের ঘর থেকে লুঠ টাকা ও গয়না, আতঙ্কে পরিবার
আরও পড়ুন: জর্জিনোর সঙ্গে বিয়েতে রাজি নন রোনাল্ডোর মা দোলোরেস