Hima Das: এশিয়ান গেমসে নেই তারকা অ্যাথলিট, জানিয়ে দিলেন কোচ

Asian Games 2023 : অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবং বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ট্রিপলচেসে রুপোজয়ী অবিনাশ সাবলেকে আন্তঃরাজ্য টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে।

Hima Das: এশিয়ান গেমসে নেই তারকা অ্যাথলিট, জানিয়ে দিলেন কোচ
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 10:43 PM

মুম্বই: এশিয়ান গেমসে নেই তারকা অ্যাথলিট হিমা দাস। জাতীয় দলের প্রধান কোচ রাধাকৃষ্ণ নায়ার নিশ্চিত করলেন। এ বার চিনে হবে এশিয়ান গেমস। দৌড়বিদ হিমা দাসকে পাওয়া যাবে না। এপ্রিলে চোট হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হিমা দাস। এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। ২৩ বছরের হিমা দাস গত এশিয়ান গেমসে ৪০০ মিটার ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন। জাকার্তা এশিয়ান গেমসে মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা এবং ৪x৪০০ মিটার মিক্সড টিম রিলে কোয়ার্টারে রুপো জিতেছিলেন হিমা। এ বার হাংঝৌ এশিয়ান গেমসে তাঁকে না পাওয়াটা ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ড টিমের জন্য অনেক বড় ধাক্কা। তবে ভারতীয় ক্রীড়া প্রেমীদের জন্য স্বস্তির খবর নীরজ চোপড়াকে নিয়ে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জাতীয় দলের প্রধান কোচ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এটা খুবই দুঃখজনক। গত ১৫ এপ্রিল ইন্ডিয়ান গ্রাঁ প্রি-র এক দিন আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিল হিমা। পিঠের সমস্যাও রয়েছে। মেডিক্যাল টিম ওকে পর্যবেক্ষণ করছে। চিকিৎসার পর রিহ্যাব শুরু করবে। এটুকু বলতে পারি, এশিয়ান গেমসে নামতে পারবে না হিমা।’

চোটের কারণে গত মাসে রাঁচিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপেও নামতে পারেননি হিমা দাস। সামনেই আন্তঃরাজ্য অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ রয়েছে। এশিয়ান গেমসে সেই অনুযায়ীই বাছাই হবে। ফেডারেশন কাপের সময় কোচ রাধাকৃষ্ণ নায়ার আশাবাদী ছিলেন, আন্তঃরাজ্য প্রতিযোগিতার আগে ফিট হয়ে উঠবেন হিমা। যদিও তা হচ্ছে না। সে কারণেই হিমাকে এশিয়ান গেমসেও না পাওয়ার কথা জানিয়ে দিলেন কোচ। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা পরিষ্কার করে দিয়েছে, যাঁরা অন্যান্য টুর্নামেন্টে খেলতে পারেননি, আন্তঃরাজ্য প্রতিযোগিতায় শেষ সুযোগ পাবে। বৃহস্পতিবার শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ফলে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হাংঝৌ এশিয়ান গেমসের জন্য শেষ সুযোগেও নামতে পারছেন না হিমা।

অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবং বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ট্রিপলচেসে রুপোজয়ী অবিনাশ সাবলেকে আন্তঃরাজ্য টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে। কোচ অবশ্য আশাবাদী আগামী মাসের মধ্যেই ফিট হয়ে উঠবেন নীরজ চোপড়া।