Lakshya Sen: কোচ ছাড়াই বিদেশি টুর্নামেন্টে সাফল্য পাচ্ছেন লক্ষ্য সেন

বিদেশে কোচ ছাড়াই খেলছেন একের পর এক টুর্নামেন্ট। সাফল্যও পাচ্ছেন। নিজের মতো করে সাফল্য পাওয়ার আলাদা রাস্তা যেন তৈরি করেছেন লক্ষ্য সেন।

Lakshya Sen: কোচ ছাড়াই বিদেশি টুর্নামেন্টে সাফল্য পাচ্ছেন লক্ষ্য সেন
ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেনImage Credit source: Badminton Photo
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 2:32 PM

নয়াদিল্লি: জার্মান ওপেন (German Open), অল ইংল্যান্ড ওপেনে (All England Open) পর পর ফাইনালে ওঠার পর বাসেল যাওয়ার কথা ছিল তাঁর। সুইস ওপেন খেলার জন্য। কিন্তু হঠাৎই যাবতীয় পরিকল্পনা বাতিল করে ফিরে এলেন বেঙ্গালুরু। প্রকাশ পাড়ুকোনের অ্যাকাডেমিতে নেমে পড়বেন নতুন করে। কেন? টানা খেলার ক্লান্তি থেকে বেরিয়ে আসতে। নিজেকে চোট মুক্ত রাখার জন্য। বেছে বেছে টুর্নামেন্ট খেলার এই নয়া রোডম্যাপ যিনি তৈরি করেছেন, তিনি লক্ষ্য সেন (Lakshya Sen)। তাতেই সাফল্য পেতে শুরু করেছেন প্রবাসী বাঙালি। আসলে লক্ষ্যর কাছে এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস রয়েছে। সেই কারণেই সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিক সাফল্য পেতে নিজেকে ফিট রাখতে চাইছেন। আর সেই কারণেই সুইস ওপেন থেকে সরিয়ে গিয়ে পরের টুর্নামেন্টগুলোয় ফোকাস করছেন ভারতীয় শাটলার।

লক্ষ্য নিজের মন্ত্র গোপনও রাখছেন না। ‘ভারতীয় টিমে, আমার চারপাশে যাঁরা আছেন, তাঁরা প্রত্যেকে চান আমি যেন চোটমুক্ত থাকতে পারি। পর পর বড় টুর্নামেন্টের ধকল নেওয়া বেশ কঠিন হয়। সেই সঙ্গে নিয়মিত ট্রেনিং চালিয়ে যেতে হয়। যেখানে নিজের ভুলত্রুটিগুলো ঠিক পরবর্তী পরিকল্পনা সেরে নিতে হয়।’

কোরিয়ান ওপেন হতে চলেছে লক্ষ্যর পরবর্তী টুর্নামেন্ট। যা শুরু হচ্ছে ৫ এপ্রিল থেকে। শনিবার থেকে ট্রেনিংয়ে নেমে পড়বেন ওই টু্র্নামেন্টে সাফল্য পাওয়ার লক্ষ্যে। ব্যাডমিন্টন দুনিয়ায় ক্রমশ জায়েন্ট কিলার হয়ে ওঠা ভারতীয় শাটলার যখন বিদেশে খেলতে যান, কোচ থাকে না সঙ্গে। লক্ষ্য যা নিয়ে বলছেন, ‘আমি নিজের মতো করে যত বেশি সম্ভব টুর্নামেন্ট খেলতে চাই। গত বছরও ইউরোপে যে সব টুর্নামেন্ট খেলেছি, তাতে কোনও কোচ বা কোচিং স্টাফ ছিলেন না।’

গত বছর সেপ্টেম্বর মাসে দুবাইয়ে ভিক্টর অ্যাক্সেলসেনের সঙ্গে ট্রেনিং করেছিলেন লক্ষ্য। বিশ্বের এক নম্বর শাটলার ভিক্টরই  তাঁকে ডেকেছিলেন প্র্যাক্টিসের জন্য। সেই ভিক্টরই যে তাঁকে অনেক কিছু শিখিয়েছে, কোনও সন্দেহ নেই। লক্ষ্য বলছেন, ‘ভিক্টরের সঙ্গে ট্রেনিংয়ের সময় আমার কোনও কোচ ছিল না। আমরা যে যার নিজের মতো ট্রেনিং করতাম। আরও অনেক প্লেয়ার ছিল। ওরা ওদের মতো প্র্যাক্টিস করত, প্ল্যানিং করত। কিন্তু আমি আর ভিক্টর নিজের মতো ট্রেনিং করতাম।’

আরও পড়ুন: IPL 2022: লখনউয়ের অধিনায়কের চোখে দলের কোন তরুণ ‘বেবি এবি’ জানেন?